Saturday, March 19, 2011

আপনার ব্লগ সাইটে যুক্ত করুন ‘লেখক সম্পর্কে কিছু কথা’

১. ব্লগারে লগইন করুন।
২. Layout থেকে Edit Html এ যান।
৩. Expand Widget Templates চেক বক্সে টিক দিয়ে দিন।
৪. নিচের কোডটি খুজুঁন।
]]>
৫. কোডটি খুজেঁ পেলে নিচের কোডটি কপি করুন এবং খুজেঁ পাওয়া কোডটি ডিলিট করে এই কোডটি সেখানে পেষ্ট করে দিন।
/***** Author Box ********************/
.author-box {
background: #F7F7F7;
margin: 20px 0 40px 0;
padding: 10px;
border: 1px solid #E6E6E6;
overflow: auto;
}
.author-box p {
margin: 0;
padding: 0;
}
.author-box img {
background: #FFFFFF;
float: left;
margin: 0 10px 0 0;
padding: 4px;
border: 1px solid #E6E6E6;
}
]]></b:skin>
৬. তারপর আবার class=’post-footer-line post-footer-line-1 কোডটি খুজুঁন।
৭. কোডটি খুজেঁ পেলে নিচের কোডটি কপি করুন এবং খুজেঁ পাওয়া কোডটির নিচে এই কোডটি পেষ্ট করে দিন।

<b:if cond=’data:blog.pageType == “item”‘></p> <div class=’author-box’> <p><img alt=” class=’avatar avatar-70 photo’ height=’70′ src=”https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWlrgGpVMBGM6KsgwXBLHermlxnhm10VAYlRdmy0qc2LaJrpMs2Fd9E7My5I4TIu3o-OOWdocN-3rCjb65ccDEQybceexvBL2SMvl8-NY1DVC-puhcQYJl92TSLdIefWxCsK-gw0iMQWgD/” mce_src=”https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWlrgGpVMBGM6KsgwXBLHermlxnhm10VAYlRdmy0qc2LaJrpMs2Fd9E7My5I4TIu3o-OOWdocN-3rCjb65ccDEQybceexvBL2SMvl8-NY1DVC-puhcQYJl92TSLdIefWxCsK-gw0iMQWgD/” width=’70′/><b>About Author</b><br/><br /> Write anything about you here!<br/></p> </div> <p></b:if>

৮. সেভ বাটনে ক্লীক করুন।


বিঃদ্রঃ
১.আপনার ছবির জন্য https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWlrgGpVMBGM6KsgwXBLHermlxnhm10VAYlRdmy0qc2LaJrpMs2Fd9E7My5I4TIu3o-OOWdocN-3rCjb65ccDEQybceexvBL2SMvl8-NY1DVC-puhcQYJl92TSLdIefWxCsK-gw0iMQWgD/ লিংটির বদলে আপনার ছবির লিংটি পেষ্ট করে দিন।
২. About Author এ আপনার নাম লিখুন।
৩. Write anything about you here! এ আপনার সম্পর্কে কিছু বিবরণ লিখুন।
৪. বাংলাতেও লিখতে পারেন আবার ইংরেজীতেও লিখতে পারেন।
 

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...