Saturday, March 19, 2011

অনলাইনে ফ্রি’তে লোগো তৈরী করার জন্য ১০’টি সেরা সাইট

আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের লোগো, বাটন, ট্রেক্সট ইমেজ ইফেক্ট ইত্যাদি তৈরী করার প্রয়োজন হয়। আপনি চাইলে অনলাইনে সুন্দর সুন্দর লোগো, বাটন, ইমেজ টেক্সট ইত্যাদি তৈরি করে নিতে পারেন সম্পূর্ন ফ্রি’তে। খুব দ্রুত এবং জামেলা বিহীন ভাবে অনলাইনে লোগো তৈরী করা। ফ্রি’তে অনলাইনে লোগো তৈরীর জন্য সেরা ১০’টি সাইটের তালিকা শেয়ার করবো আপনাদের সাথে আশা করি অনেকেই উপকৃত হবেন। আপনার পছন্দমত সাইটে প্রবেশ করে সেখানে অনেক অপশন পাবেন, হাজারো ট্রেমপ্লেট বা ডিজাইন পাবেন। আপনার পছন্দমত ডিজাইন নিবার্চন করে মনের মত করে মডিফাই করে বানিয়ে নিতে পারেন আপনার জন্য বিভিন্ন ধরনের লোগো, বাটন, ইমেজ ইফেক্ট ইত্যাদি।

1. Cooltext.com

2. Logomaker.com

3. Logoyes.com

4. Logoease.com

5. Onlinelogomaker.com

6. Simwebsol.com

7. Xtvworld.com

8. Logodesignengine.com

9. Logogenerator.com

10. Logosnap.com

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...