Thursday, February 17, 2011

এক্সেলে আনডু বৃদ্ধি করা

কম্পিউটারে কাজ করার সময় ভুল ত্রুটি হলে আনডু করার প্রয়োজন হয়। মাইক্রোসফট এক্সেলে আনুমানিক ১৬ বার আনডু করা যায়। কিন্তু আপনি চাইলে এই আনডুর পরিমান বৃদ্ধি করা যায়। এজন্য নোটপ্যাড খুলে (অফিস এক্সপির ক্ষেত্রে)
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Office\10.0\Excel\Options]
“UndoHistory”=dword:00000040
লিখুন ExcelUndo.reg এবং নামে সেভ করুন। এবার ExcelUndo.reg চালু করলে রেজিষ্ট্রি পরিবর্তন হবে তাহলে ৪০টি পর্যন্ত আনডু হবে। আপনি চাইলে আনডু আরো বেশী বা কম করতে পারেন। আপনি যদি অফিস ২০০০ এর জন্য করতে চান তাহলে নোটপ্যাডে 10.0Gi 9.0 পরিবর্তে লিখুন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...