Thursday, February 17, 2011

সহজে ডেসিমেলকে রোমানে রুপান্তর করা

মাইক্রোসফট এক্সেলে সহজে ডেসিমেল সংখ্যাকে রোমান সংখ্যাতে রুপান্তর করা যায়। তবে ঋনাত্বক সংখ্যা এবং ৩৯৯৯ এর বেশী সংখ্যাকে রোমানে রূপান্তর করা যায় না। =ROMAN(number,form) সিনটেক্স ব্যবহার করে আপনি ০-৩৯৯৯ ডেসিমেল সংখ্যার রোমান বের করতে পারেন। আপনি যদি ৪৯৯ সংখ্যার রোমান মান বের করতে চান তাহলে =ROMAN(499,0) লিখলেই হবে। আপনি form এর স্থলে ০ থেকে ৪ পর্যন্ত ব্যবহার করতে পারেন, এছাড়াও TRUE বা FALSE ব্যবহার করা যাবে। এমনকি কোন মান না বসালেও হবে। তবে form এর মানের উপরে ভিত্তি করে রোমান মান সংক্ষিপ্ত হবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...