Wednesday, September 28, 2011

ব্লগে একটি সহজ মেনুবার তৈরি করার পদ্ধতি

প্রথমে আপনি আপনার ব্লগে লগিন করুন এবং ডিজাইনে ক্লিক করুন
তারপর আপনার পছন্দ মত যে যায়গায় আপনি গ্যাজেট যুক্ত করতে চান সেই জায়গায় ক্লিক করুন তারপর HTML/JavaScript এর ঘরে কোড গুলো কপি করে পেস্ট করুন

কোড:
<div style="background-color:#DBF2FB; float:left;">
<a href="URL 1">Link 1</a> |
<a href="URL 2">Link 2</a> |
<a href="URL 3">Link 3</a> |
<a href="URL 4">Link 3</a> |
<a href="URL 5">Link 3</a> |
<a href="URL 6">Link 3</a> |
<a href="URL 7">Link 3</a> |
</div
# URL 1, 2, 3, 4 ইত্যাদিগুলো পরিবর্তন করে আপনি যে পোস্টের লিংক রেখে দিতে চান, তা লিখুন।
# Link 1, 2, 3, 4 ইত্যাদিগুলো পরিবর্তন করে উপযুক্ত নাম যেমন About, Contact ইত্যাদি লিখুন।
# background-color এর কোড পরিবর্তন করে নিজের পছন্দমতো রঙ এর কোড বসিয়ে দিন। পছন্দের রঙের কোড জানার জন্য এখানে গিয়ে নিয়ে নিন
#লিংকগুলোকে ডানে বামে নেয়ার জন্য float:left এর জায়গায় right লিখে দিন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R