Sunday, September 18, 2011

আপনি আপনার লেখাকে 3D অথবা Gif এ্যানিমেশনে রুপান্তর করতে চান?

আপনি আপনার লেখাকে 3D অথবা Gif এ্যানিমেশনে রুপান্তর করতে চান? নিয়ে এলাম আপনাদের জন্য Insofta 3D Text Commander নামের দারুন একটি সফটওয়্যার। কোন ইন্সটলের ঝামেলা নেই, পোর্টেবল, মাত্র ১২.১২ মেগাবাইট। এখান থেকে ডাউনলোড করে নিয়ে Extract করুন Insofta 3D Text Commander.exe ডাবল ক্লিক করে কাজ শুরু করে দিন। খুব সহজ দেখে নিন কিভাবে করতে হবে।



১. আপনি প্রথমে ইংরেজীতে এখানে লিখুন।
২. কালার সিলেক্ট করুন।
৩. ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।
৪. 3D করতে চাইলে এখানে ক্লিক করুন এবং GIF বাটনে ক্লিক করে ব্রাউজ করে কোথায় রাখবেন দেখিয়ে দিন, save করে নিন।
৫. save animation এ ক্লিক করলে একটি বক্স আসবে আপনি যেভাবে এ্যানিমেশন করাতে চান এডিট করে GIF সিলেক্ট করে ব্রাউজ করে কোথায় save করবেন দেখিয়ে দিন এবং সেভ বাটনে ক্লিক করলে কাজ শুরু হবে। যতক্ষণ কাজ শেষ না হচ্ছে কোন কিছু না করে বসে থাকুন, বেশী না অল্প সময় নিবে। Render Project নামের বক্সটির কাজ শেষ হলে দেখুন এ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আপনি Gif ফাইলটি প্রিভিউ দেখলে বুঝতে পারবেন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R