
অবশ্য অভিজ্ঞরা এ ব্যাপারটা জানে , তবে যারা নতুন তাদের অনেক কাজে আসবে বলে মনে হয়। ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করতে হয়, কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল (ণিউজ লেটার ) পাঠাচ্ছে অথবা আপনাকে কেউ কোন একটি একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে, যা অনেক বিরক্তিকর !!!! এখন আপনি কি করবেন?? আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই । কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ণনা করা হল ।
জিমেইল জন্য
• ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
• তার পর উপরের ডান কোনায় , settings এ ক্লিক করুন ।

settings এ ক্লিক করলে একটি পেজ আসবে , সেখানে Filters এ ক্লিক করুন ।

• তারপর নতুন যে পেজ আসবে তাতে Create a new filter এ ক্লিক করুন ।
• এবার একটি ফর্ম আসবে তাতে আপনার বিরক্তিকর মেইল অ্যাড্রেস সহ ফর্ম পরুন করুন এবং নেক্সট করুন ।

এবার আপনার আপনি যা করতে চান তা সিলেক্ট করে নেক্সট করুন ব্যস কাজ শেষ ।

বিরক্তিকর মেইল অ্যাড্রেস আপনাকে আর বিরক্তি করতে পারবে না ।
ইয়াহু এর জন্য
• ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
• তার পর উপরের ডান কোনায় , Options এ ক্লিক করতে হবে ।
• Options এ ক্লিক করে সেখান থেকে More Options এ ক্লিক করুন ।

তারপর নতুন যে পেজ আসবে তাতে Filter > Create a new Filter এ ক্লিক করুন ।

এবার নতুন একটা পেজ আসবে সেখানে ADD এ ক্লিক করুন ।

এবার আপনি Filter name দিন এবং যে মেইল অ্যাড্রেস টা ব্লক করতে চান সেটা From header এ টাইপ করুন । Add Filter এ ক্লিক করুন ।

এভাবে আপনি আপনার বিরক্তিকর মেইল আসা বন্ধ করতে পারেন ।