Thursday, August 4, 2011

উইন্ডোজ সেভেনে স্টার্ট বাটনের লোগো পরিবর্তন করুন মাত্র ৩ ধাপে

ফ্টওয়্যারটি দিয়ে আপনি আপনার উইন্ডোজ সেভেনের Start বাটনের লোগো পরিবর্তন করতে পারবেন।সফ্টওয়্যারটির নাম Windows 7 Start Orb Changer।
কাজ শুরুর জন্য Windows 7 Start Orb Changer সফ্টওয়্যার ও ORB Bitmap/png image প্রয়োজন।নিচের লিংক থেকে rar ফাইলটি ডাউনলোড করে extract করুন।

http://www.ziddu.com/download/14169527/Windows7StartOrbChanger.rar.html

ORB Image ও Windows 7 Start Orb Changer নামের দুইটি ফোল্ডার পাবেন Windows 7 Start Orb Changer ফোল্ডারটি খুলে সফ্টওয়্যারটি ওপেন করুন

১. এবার Change বাটনে ক্লিক করুন


২. ORB Image ফোল্ডার ব্রাউজ করে পছন্দমত বিটম্যাপ ছবি সিলেক্ট করুন।এবং বাটনে Open ক্লিক করুন।

৩. কিছুক্ষণের মধ্যে লোগো পরিবর্তন হয়ে যাবে। কোন ডায়ালগ বক্স আসলে ওকে করুন।

৪. আগের মতো করতে Restore এ ক্লিক করুন।
৫. নিচে ডানদিকের অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিছু অতিরিক্ত সেটিংস অপশন পাবেন

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R