আপনারা হয়ত লক্ষ্য করেছেন এমন কিছু ছবি আছে, যার নিচের অংশ নদী, খাল, বিল বা সমুদ্রের ঢেউ এর মতো দেখায়, দেখতেও অনেক সুন্দর লাগে। ছোট্ট একটা সফটওয়্যার দিয়েই আপনিও আপনার ছবিকে (gif) ফরমেটে এনিমেশন করে সেভ করতে পারেন। এই লিংক থেকে Reflet সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং কোন ইন্সটল ছাড়াই আপনি প্রোগ্রামটি চালু করুন। আপনার ছবিটি বেছে নিন এবং একটু চেষ্টা করুন খুব সহজভাবেই এনিমেশনটি করতে পারবেন। আপনার পছন্দ মত Height বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
উপরে দেখুন ঢেউ খেলা দেখার জন্য বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকে বেছে নিয়েছি এবং ফুলটা কত জীবন্ত মনে হচ্ছে।
মূল ছবিটা ছিল এরকম
উপরে দেখুন ঢেউ খেলা দেখার জন্য বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকে বেছে নিয়েছি এবং ফুলটা কত জীবন্ত মনে হচ্ছে।
মূল ছবিটা ছিল এরকম