আপনার পেন ড্রাইভ/ফ্ল্যাস ড্রাইভ গুলো হল ভাইরাসের অন্যতম একটি প্রধান প্রজননের স্থান, এডিস মসার বংশবৃদ্ধির জন্য নোংরা জমে থাকা পানির পাত্র যেমন অন্যতম একটি প্রজনন স্থান ঠিক তেমনি ভাইরাসের জন্য পেন ড্রাইভ/ফ্ল্যাস ড্রাইভ গুলো।
এখন যা করবেন তা হ্লঃ
পেন ড্রাইভ/ফ্ল্যাস ড্রাইভ দিয়ে কখনও কোন গুরুত্বপূর্ণ ফাইল/ফোল্ডার বহন করার সময় সেইটিকে শুধুমাত্র Compressed/Zip করে বহন করুন ব্যস আপনার ঐ Zipped ফোল্ডারটি সবসময় থাকবে ভাইরাসের নাগালের অনেক বাইরে। এখন যদি আপনি কোন ভাইরাসযুক্ত কম্পিঊটারেও আপনার পেন ড্রাইভ/ফ্ল্যাস ড্রাইভ access করেন তারপরও আপনার সেই Zipped ফোল্ডারটি সবসময় থাকবে ভাইরাসের নাগালের অনেক বাইরে।
Compressed/Zip করার জন্য শুধুমাত্র আপনি ঐ ফাইল/ফোল্ডারে ডান বাটন ক্লিক করে Drop down menu থেকে Send To সিলেক্ট করে Compressed (Zipped) Folder -এ ক্লিক করুন তারপর দেখবেন যে লোকেশনে আপনার মূল ফাইল/ফোল্ডার আছে সেই লোকেশনে মূল ফাইল/ফোল্ডারের একটি Compressed (Zipped) Folder তৈরি হয়ে গেছে।
কারনঃ
** Compressed/Zipped করা ফোল্ডারে ভাইরাস কখনও আক্রমন করতে পারে না
এখন যা করবেন তা হ্লঃ
পেন ড্রাইভ/ফ্ল্যাস ড্রাইভ দিয়ে কখনও কোন গুরুত্বপূর্ণ ফাইল/ফোল্ডার বহন করার সময় সেইটিকে শুধুমাত্র Compressed/Zip করে বহন করুন ব্যস আপনার ঐ Zipped ফোল্ডারটি সবসময় থাকবে ভাইরাসের নাগালের অনেক বাইরে। এখন যদি আপনি কোন ভাইরাসযুক্ত কম্পিঊটারেও আপনার পেন ড্রাইভ/ফ্ল্যাস ড্রাইভ access করেন তারপরও আপনার সেই Zipped ফোল্ডারটি সবসময় থাকবে ভাইরাসের নাগালের অনেক বাইরে।
Compressed/Zip করার জন্য শুধুমাত্র আপনি ঐ ফাইল/ফোল্ডারে ডান বাটন ক্লিক করে Drop down menu থেকে Send To সিলেক্ট করে Compressed (Zipped) Folder -এ ক্লিক করুন তারপর দেখবেন যে লোকেশনে আপনার মূল ফাইল/ফোল্ডার আছে সেই লোকেশনে মূল ফাইল/ফোল্ডারের একটি Compressed (Zipped) Folder তৈরি হয়ে গেছে।
কারনঃ
** Compressed/Zipped করা ফোল্ডারে ভাইরাস কখনও আক্রমন করতে পারে না