Friday, August 5, 2011

দুই ক্লিকে ক্যালেন্ডার তৈরি

আমারা যদি নিজের পছন্দমত ক্যালেন্ডার তৈরি করতে চাই তাহলে ফটোশপ, ইলেস্ট্রেটর, এমএস ওয়ার্ড বা এক্সেলে যার যেটার উপর দক্ষতা আছে সেটা দিয়ে তৈরি করি। কিন্তু কোনটাতেই দুই চার ক্লিকে সম্ভবনা । যদি আমরা কোন প্রকার সফ্টওয়্যার এবং ওয়েব সাইটে রেজিষ্ট্রশনের ঝামেলা ছাড়াই মাউসের দুই চার ক্লিকে নিজের পছন্দের ছবি সহকারে ক্যালেন্ডার তৈরি করতে পারি তাহলে এত কষ্ট করার দরকার আছে কি ? আসুন তাহলে দেখে নিই -
প্রথমে এই সাইটে http://bighugelabs.com/calendar.php প্রবেশ করুন ।
পেজটি ওপেন হওয়ার পর ব্রাউজের ঘরে আপনার কাঙ্কিত ফটোটি দেখিয়ে দিন, নিচে মাস ও সাল নির্বাচন করুন । Create এ ক্লিক করুন, কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনার ক্যালেন্ডার সামনে হাজির ।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R