তবে এবার এটা নিয়ে আবার টিউন করার কারণ হলো নতুন ভার্শনে অনেক ফিচার যোগ করা হয়েছে। চলুন তাহলে দেখে নেই Ashampoo Photo Optimizer 4 এর ফিচারগুলো।
আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় ছবি ঘোলা আসে বা মোবাইলে ছবি তোলার কারনে ছবিটা অত পরিস্কার না। আর এই ঘোলা ছবিকে অপটিমাইজ করে পরিস্কার ও আরও আকর্ষনীয় করে তুলতে পারে Ashampoo Photo Optimizer।
ছবি লোড করে শুধু optimize বাটনে ক্লিক করুন আর দেখুন যাদু!
অনেক সময় ভুলভাবে ছবি তোলার কারনে চোখে লাল একটা আলো পড়ে। এই Red eyes সমস্যা সমাধান করুন নিমিষেই!
দিন না নিজের মধুর একটা ছবিতে মজার পুরাতন ইফেক্ট
বা করে রাখুন বন্ধ ফ্রেমে আবদ্ধ!
মজার মজার কালার ইফেক্টও দিতে পারেন
আপনার ছবি দিয়ে খালি ফেক আইডি তৈরি হয়? তাহলে দিয়ে দিন watermark করে আপনার নাম। ছবি থেকে এই নাম কখনই মোছা সম্ভব না।
কি মনে হচ্ছে ফিচার শুধু এগুলাই? মোটেও না। আসলে এত ফিচার বলে শেষ করা যাবে না। তাই বাকিগুলো আপনি নিজেই ব্যবহার করে আবিস্কার করুন। 
আর ফুল ভার্শন করতে রেজিঃফাইল ডাউনলোড করুন এখান থেকে।
ইন্সটল করার পর Reg ফাইলটা আনজিপ করে ফাইলটাতে ডাবল ক্লিক করে ok দিলেই ফুল ভার্শন হয়ে যাবে।
আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় ছবি ঘোলা আসে বা মোবাইলে ছবি তোলার কারনে ছবিটা অত পরিস্কার না। আর এই ঘোলা ছবিকে অপটিমাইজ করে পরিস্কার ও আরও আকর্ষনীয় করে তুলতে পারে Ashampoo Photo Optimizer।
ছবি লোড করে শুধু optimize বাটনে ক্লিক করুন আর দেখুন যাদু!







ডাউনলোডঃ
Ashampoo® Photo Optimizer 4আর ফুল ভার্শন করতে রেজিঃফাইল ডাউনলোড করুন এখান থেকে।
ইন্সটল করার পর Reg ফাইলটা আনজিপ করে ফাইলটাতে ডাবল ক্লিক করে ok দিলেই ফুল ভার্শন হয়ে যাবে।