অপেন ক্যানভাস গ্রাফিক্স জগতের অন্যতম সেরা একটি সফটওয়্যার।অনেকে ইতিমধ্যেই ভুরু কুঁচকে ফেলেছেন।ছেলেটা বলে কী?আসলেই অপেন ক্যানভাস সবার জন্যে ব্যবহার উপযোগি একটা গ্রাফিক্স সফটওয়্যার।কারণ আপনাকে অব্যশই অনেক কিছু জানতে হবে যদি এ্যাডোবির সফটওয়্যারগুলো ব্যবহার করতে চান সঠিকভাবে(যারা জানেন তাদের বিষয়টা আলাদা)।কিন্তু অপেন ক্যানভাস এমন একটা সফটওয়্যার যেটা ব্যবহার করতে শুধু পিসি সম্পর্কে বেসিক জানাই যথেষ্ট।এ জন্যে গ্রাফিক্সের বিশেষজ্ঞ হতে হবে না।আসুন আমরা দেখি সফটওয়্যারটি দ্বারা কী কী কাজ করা যায়:-
*** ব্রাশ টুলস এই সফটওয়্যারের বিশেষ বৈশিষ্ট্য।নানা প্রকারের ব্রাশ আপনি কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন।
*** .psd ফাইলও অপেন ক্যানভাস সাপোর্ট করে।
*** ফিল্টার মেনুতে অসাধারণ কিছু টুলস আছে যা দ্বারা অতি সহজেই আপনি ভেক্টর ইফেক্ট তৈরি করতে পারবেন।
*** ফাইল ট্রান্সফর্মেশন সুবিধাটা অসাধারণ।
সবমিলিয়ে আপনি এই সিদ্ধান্তে আসতে বাধ্য হবেন,সফটওয়্যারটা গ্রাফিক্স না জানা (যারা জানেন তাদের ব্যবহারেও কোন সমস্যা নাই) লোকের জন্যে একটি আদর্শ সফটওয়্যার।
তো কথা অনেক হল।এখন সফটওয়্যারটি ডাউনলোড করে কাজ শুরু করে দেন।
OPEN CANVAS DOWNLOAD LINK
DOWNLOAD OPE N CANVAS
*** ব্রাশ টুলস এই সফটওয়্যারের বিশেষ বৈশিষ্ট্য।নানা প্রকারের ব্রাশ আপনি কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন।
*** .psd ফাইলও অপেন ক্যানভাস সাপোর্ট করে।
*** ফিল্টার মেনুতে অসাধারণ কিছু টুলস আছে যা দ্বারা অতি সহজেই আপনি ভেক্টর ইফেক্ট তৈরি করতে পারবেন।
*** ফাইল ট্রান্সফর্মেশন সুবিধাটা অসাধারণ।
সবমিলিয়ে আপনি এই সিদ্ধান্তে আসতে বাধ্য হবেন,সফটওয়্যারটা গ্রাফিক্স না জানা (যারা জানেন তাদের ব্যবহারেও কোন সমস্যা নাই) লোকের জন্যে একটি আদর্শ সফটওয়্যার।
তো কথা অনেক হল।এখন সফটওয়্যারটি ডাউনলোড করে কাজ শুরু করে দেন।
OPEN CANVAS DOWNLOAD LINK
DOWNLOAD OPE N CANVAS