Friday, August 19, 2011

খুব সুন্দর একটি সফটওয়ার মাত্র ৭৪০ কিলোবাইটের। ঘরে বসেই নানা বিষয়ের টিউটরিয়াল বা লার্নিং সিডি তৈরি করতে চান তাদের জন্য দারুন হবে।

আপনি যে বিষয়ে দক্ষ ঠিক সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করতে চাইলে আমার মাত্র ৭৪০ কিলোবাইটের এই সফটওয়ার টি ইনস্টল করে নিন।
সফটওয়ার টি

মজার মজার ক্যালেন্ডার তৈরি করি ছোট একটা সফটওয়ার দিয়ে, গ্রাফিক্স ডিজাইন জানার প্রয়োজন নেই।

আপনি ঘরে বসেই এই সব মজার মজার ক্যালেন্ডার অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতে পারবেন এজন্য আপনাকে আলাদাভাবে কোন গ্রাফিক্স ডিজাইন জানার প্রয়োজন হবে না। মাত্র ২.৮৩ মেগাবাইটের এই সফটওয়ার টি আপনি ইন্সটল করে শুরু করে দিন আপনার প্রজেক্ট।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Thursday, August 18, 2011

সেই ঐতিহাসিক ফোল্ডার

১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ করুন।

RAR ফাইলের পাসওয়ার্ড রিকভার করতে চান ?

একটি সফ্টওয়্যার নিয়ে আসলাম । যেটা দিয়ে আপনারা খুব সহজেই পাসওয়ার্ড জেনে নিতে পারবেন। প্রথমে

ডাউনলোড করুন Macromedia Flash 8 সফটওয়্যার সাথে ইবুক সহ গিফট !!! সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজে ফ্লাশ বানাতে পারবেন

আপনারা অনেকেই Flash নিয়ে কাজ করে থাকেন . সাধারনত এই Flash সফটওয়্যার অনেকেই প্রফেসনাল কাজে  ব্যবহার করে থাকেন । Macromedia Flash

জাদুর মত তৈরি করুন নিজের “visiting card” না দেখলে মিস করবেন

visiting card বানাতে হয়।
এই কাজটি Photoshop  দিয়ে করা অনেক কঠিন।কিন্তু আমি আপনাদের এই কাজটি খুব সহজ ভাবে শিখানোর চেষ্টা করব অন্য এক সফটওয়্যার এর মাধ্যমে।
সফটওয়্যারটির নামঃ

Wednesday, August 17, 2011

একুরিয়াম নিন!! এক্কেবারে ফ্রী!!! (কারো মাথা নষ্ট হলে,টিউনার দায়ী থাকবেনা)!!

একটা software দিব software টা হইলো “Dream Aquarium Screensaver “যাহার দাম $১৯.৯৫ ৷“কিন্তু ভাই আমরা তো আমরা বড়লোক বাবার গরিব সন্তান সেহেতু এইটা এক্কারে ফ্রী করে দিলাম এই software টা অসাধারণ ,কেন?use করলেই বুঝতে পারবেন GUARANTY ! যদি ভালো না লাগে তবে আমর নামে হরতাল ডাইকেন!! software টা portable
স্ক্রীনশট -

dream aquarium screensaver 79285 23 300x192 একুরিয়াম নিন!! এক্কেবারে ফ্রী!!! (কারো মাথা নষ্ট হলে,টিউনার দায়ী থাকবেনা)!!
7608.imgcache1 300x225 একুরিয়াম নিন!! এক্কেবারে ফ্রী!!! (কারো মাথা নষ্ট হলে,টিউনার দায়ী থাকবেনা)!!
dream aquarium screensaver 1.1770 full francais loisir1 300x225 একুরিয়াম নিন!! এক্কেবারে ফ্রী!!! (কারো মাথা নষ্ট হলে,টিউনার দায়ী থাকবেনা)!!
হয়তো অনেকে মনে করছেন এই রকম অনেক software দেখছি কিন্তু ভাই এই software টা আপনাদের একটা surprise  দিবে! সেটা কি আমি বলব না !আপনি ডাবল ক্লিক করে software টি ওপেন করুন ,মাছ গুলো দেখতে থাকুন mouse এ হাত না দিয়ে ….কিছুক্ষণ পরে পাবেন আপনের surprise !!
কি দেখলেন বইলেন কিন্তু……………..
download

--------------------------------------

animated  wallpaper বানানোর এর জন্য একটি দারুন software "Animated Wallpaper Maker 2.5.3 "
software টি আপনাদের ভালো লাগবে আশা করি,নিচে এর download লিঙ্ক দেওয়া আছে....

download

ঘোলা ছবি পরিস্কার করুন এক সেকেন্ডে!!! (আকর্ষনীয় সব নতুন ফিচারে)

তবে এবার এটা নিয়ে আবার টিউন করার কারণ হলো নতুন ভার্শনে অনেক ফিচার যোগ করা হয়েছে। চলুন তাহলে দেখে নেই Ashampoo Photo Optimizer 4 এর ফিচারগুলো।
আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় ছবি ঘোলা আসে বা মোবাইলে ছবি তোলার কারনে ছবিটা অত পরিস্কার না। আর এই ঘোলা ছবিকে অপটিমাইজ করে পরিস্কার ও আরও আকর্ষনীয় করে তুলতে পারে Ashampoo Photo Optimizer।
ছবি লোড করে শুধু optimize বাটনে ক্লিক করুন আর দেখুন যাদু!
অনেক সময় ভুলভাবে ছবি তোলার কারনে চোখে লাল একটা আলো পড়ে। এই Red eyes সমস্যা সমাধান করুন নিমিষেই!
দিন না নিজের মধুর একটা ছবিতে মজার পুরাতন ইফেক্ট
বা করে রাখুন বন্ধ ফ্রেমে আবদ্ধ!
মজার মজার কালার ইফেক্টও দিতে পারেন
আপনার ছবি দিয়ে খালি ফেক আইডি তৈরি হয়? তাহলে দিয়ে দিন watermark করে আপনার নাম। ছবি থেকে এই নাম কখনই মোছা সম্ভব না।
কি মনে হচ্ছে ফিচার শুধু এগুলাই? মোটেও না। আসলে এত ফিচার বলে শেষ করা যাবে না। তাই বাকিগুলো আপনি নিজেই ব্যবহার করে আবিস্কার করুন। ;)

ডাউনলোডঃ

Ashampoo® Photo Optimizer 4
আর ফুল ভার্শন করতে রেজিঃফাইল ডাউনলোড করুন এখান থেকে।
ইন্সটল করার পর Reg ফাইলটা আনজিপ করে ফাইলটাতে ডাবল ক্লিক করে ok দিলেই ফুল ভার্শন হয়ে যাবে।

XARA designer pro 7 গ্রাফিক্স-ডিজাইনিং এক্সপার্টদের জন্য।

3D মেকাররা এটি দিয়ে ভালো কিছু করবেন এই প্রত্যাশা রাখি।আজ আসছি একটি গ্রাফিক্স/ডিজাইনিং সফটওয়্যার নিয়ে।

XARA DESIGNER PRO 7 (latest version 25 may 2011)


আজকেরটা অনেক উন্নত কারনটা নীচে দেখুন

আশা করছি গ্রাফিক্স ডিজাইনিং এর বোদ্ধারা তফাৎটুকু বুঝতে পেরেছেন।এনিয়ে আর কোন কথা উঠবে না এ প্রার্থনা রাখছি সবার কাছে।ধন্যবাদ।
প্রথমেই আমি আপনাদের লিঙ্ক দিচ্ছি xara কোম্পানীর অফিসিয়াল সাইটের।ঘুরে আসুন বিস্তারীত জানার জন্য।কি ঘুরতে গেলেন তো?
অফিসিয়াল সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন

এখানে পাবেন অনেক তথ্য এবং বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল যা গুণীজনের কাজে লাগবে।মোটকথা ওয়েবসাইট ডিজাইনে মনে হয় এটি একটি আদর্শ সফটওয়্যার।এবার আসা যাক ডাউনলোডের কথায়।নাহ তেমন বড় না।মাত্র ১২২ মেগাবাইট।মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে আশা করি কারো তেমন অসুবিধা হবে না।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড শেষ হলে প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন।ইন্সটল শেষ হলে রান করলে সিরিয়াল কী' চাইবে।দরকার নেই,বন্ধ করে চলে আসুন।এবার প্যাচ ফাইলটি c drive এর ভিতরে programs >>>> XARA DESIGNER PRO 7 র ফোল্ডারের ভিতরে প্রবেশ করান।নিঃসন্দেহে পেয়ে যাবেন ফুল ভার্সন।

এবার আসুন বরাবরের মত কিছু ছবি দেখা যাক।আশা করছি সবারই ভালো লাগবে।



আর কি?বরাবরের মত ভালো থাকবেন সবাই এই প্রার্থনা রেখে বদায় নিচ্ছি।আল্লাহ হাফেজ।।।

Monday, August 15, 2011

হ্যাক করুন যেকোন ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার এবং সোর্স কোড !!!

ভিজ্যুয়াল বেসিক আমাদের সকলের নিকট একটি পরিচিত সফটওয়্যার। সহজ হবার ফলে আমরা অনেকেই এই পছন্দের তালিকার প্রথমে রাখি। ভিজ্যুয়াল বেসিক দিয়ে কোন সফটওয়্যার তৈরি করার পর তা exe তে কম্পলী করার পর তা আর ডিকম্পলী করা যায় না এটাই সাধারন ব্যাপার। আবার exe ফাইল এডিটিং সফটওয়্যার যেমন রির্সস হ্যাকার দিয়েও ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার এডিটিং করা যায় না। তবে আমি আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যাতে আপনি যে কোন ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার ডিকম্পলী করে হয়ে যেতে পারেন সেই সফটওয়্যারের ওনার আবার হতে পারেন হ্যাকর বা ক্রাকর। ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার ডিকম্পলী করার জন্য প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
http://www.mediafire.com/?2oqql87b7ohiype

ক্রাক ফাইলঃ


ফুল ভারসন করার জন্য ক্রাক ফাইলটি ওপেন করে C:\Program Files\VB Decompiler Pro\VB Decompiler.exe লোকালেশন দেখিয়ে ওকে করুন, ব্যাস হয়ে গেল ফুল ভারসন।

টিউটোরিয়ালঃ


এখন VB Decompiler সফটওয়্যারটি চালু করুন এবং Ctrl+O চেপে একটি ভিজ্যুয়াল বেসিক কোডেট সফটওয়্যার দেখিয়ে দিন এবং ওকে করুন। একটু অপেক্ষা করুম, ব্যাস হয় গেল ডিকম্পলী মানে হ্যাক !!!

এখন Ctrl+S চেপে একটি ফোল্ডারে সেভ করুন। এখন ভিজ্যুয়াল বেসিক দিয়ে .frm ফাইলটি ওপেন করলেই পেয়ে যাবেন সোর্স কোড সহ পুরো ভিজ্যুয়াল বেসিক প্রজেক্টটি।

এবার এনিমেশন তৈরি করবেন আপনিও(স্ক্রীন সট সহ )

আপনি এনিমেশন ব্যবহার করে আপনার ছবি কে জিবন্ত করতে পারেন।
এর জন্য অনেক সফটওয়্যার থাকলে ও সেগুলি ব্যবহার করে যে কেউ সহজে এনিমেশন তৈরি করতে পারে না। এবং সেগুলি ব্যবহার করা
ও অনেক জটিল। সেজন্য আমি আজকে আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটি ব্যবহার করে আপনি খুব সহজেই
যেকোনো ছবি কে জিবন্ত করতে পারবেন।

সফটওয়্যার টির নামঃ Photo Scape
যেভাবে এটি ব্যবহার করবেনঃ
প্রথমে সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করে নিন।
এবার এটি আপনার কম্পুতে ইন্সটল করুন
তার পর আমার দেওয়া স্ক্রীন সট গুলি দেখুনঃ

Step 1
Step 2
Step 3
Step 4
Step 5
Step 6
Step 7

Sunday, August 14, 2011

মজা শুধুই মজা আর কিছু না।

প্রথমে আপনার সম্পূর্ণ Desktop এর ছবি তুলুন যে কোন Software এর মাধ্যমে। PhotoScape টা ব্যবহার করতে পারেন। এটা খুব Easy। ছবি তোলার সময় মাউস এর পয়েন্টার টা Monitor এর একবারে ডান পাশে নিচে নিয়ে ছবি তুলবেন। যাতে মাউস পয়েন্টার না দেখা যায়।

এর পর ছবিটা একটু Edit করুন। যেমনঃ একটু হালকা Brightness,একটু Contrast,একটু Color টা ঠিক করে ছবিটাকে একটু প্রাণবন্ত করুন। এ সকল কাজই PhotoScape এর মাধ্যমে করতে পারবেন। এরপর ছবিটা Save করে আপনার Hard Disk এ রেখে দিন। ছবিটাকে Wallpaper হিসাবে দিন। এখন মূল Desktop এ এসে মাউস এর Right বাটন ক্লিক করে View থেকে Show desktop icon এবং Show desktop gadgets এর ঠিক উঠিয়ে দিন। তাহলে দেখবেন Desktop এর সত্যিকার এর Icons ও gadgets গুলো Hidden হয়ে গেছে। এবার Task bar এর উপর মাউস এর Right বাটন ক্লিক করে Lock the taskbar এর ঠিক উঠিয়ে দিন। আবার Taskbar এর উপর মাউস এর Right বাটন ক্লিক করে Properties এ যান এখন যে Window টি আসবে সেখানে Auto-hide the taskbar এ ঠিক দিয়ে ok ক্লিক করুন।

ব্যাস আবার দেখুন আপনি নিজেও অবাক হয়ে যাবে। সকল Icon, gadget, taskbar সব কিছু চোখের সামনে অথস কিছুই কাজ করতেছে না। আপনার বন্ধু বা অন্য কেও হয়তো ভয় পেয়ে যাবে। মনে করবে Hang হয়ে গেছে। Pls একবার হলেও try করে দেখবেন নাহলে এর মজাটা সম্পূর্ণ বুঝতে পারবেন না।

শিখুন হ্যাকারদের ভাষা – লিট (LeeT) ভাষা

মাঝে মাঝেই বিভিন্ন ব্লগ বিশেষ করে হ্যাকিং ফোরাম গুলোতে ভিজিট করার সময় কিছু উদ্ভট টাইপের লেখা দেখতে পাই। আবার কিছু কিছু হ্যাকার যখন ওয়েব সাইট ডিফেস করে সেখানেও একই অবস্থা।এই যেমন- যেই জায়গাতে লিখা থাকার কথা hacker তার বদলে সেখানে লেখা h4x০r! বেশিদূর যেতে হবে না আমাদের টেকটিউন্সের ধারাবাহিক টিউন ‘হ্যাকিং লার্নিং’ এর টিউনারের নামটি (m4h3di h454n) দেখুন। কেমন যেন অস্বাভাবিক..তাই না? অথচ leet জানা থাকলে সহজেই বোঝা তার নাম- Mahedi hasan.

L33T কী?

leet কে leetspeak বা l33t বা 1337 -ও বলে। এটি আসলে ইংরেজি শব্দগুলোরই কিছুটা বিকৃত ও সংক্ষিপ্ত রূপ। সহজ কথায় বলতে গেলে এটির আর্বিভাব ঘটেছে ১৯৮০ সালের দিকে। সর্বপ্রথম হ্যাকাররা তাদের ফোরাম বা ব্লগে এই leet ব্যবহার শুরু করে যেন তারা ছাড়া অন্য কেউ বুঝতে না পারে। তবে আজকাল বিভিন্ন গেমেও এই  leet ঢুকে পড়েছে। শুধু  তাই নয় চ্যাটিংয়েও এটি আমরা প্রায় নিয়মিত ব্যবহার করি। চ্যাটিংয়ে আমাদের খুব পরিচিত শব্দ
L0L (laughing out loud), 0MG (oh my gosh) ইত্যাদিও leet থেকেই এসেছে। আগে শুধু হ্যাকার, গেমাররা এটি ব্যবহার করলেও এখন স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাই চ্যাটিংয়ে অন্যদের সাথে পাল্লা দিয়ে চলতে এবং যদি ভবিষ্যতে হ্যাকার হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার এটা অবশ্যই জানা থাকতে হবে কারণ সব ভালো হ্যাকাররাই leet জানে। আমি অবশ্য কোনো হ্যাকার না তবে এইটা সম্পর্কে কিছুদিন আগে বেশ আগ্রহী হয়ে উঠেছিলাম যার ফলাফলই আজকের টিউন। :)
চ্যাটিংয়ের প্রসংগই যখন উঠল একটা কথা বলে রাখি....আজকাল অনেক সংক্ষিপ্ত ওয়ার্ড চ্যাটিংয়ে ব্যবহার করা হয়। এইসকল ওয়ার্ড নিয়ে একবার টিউনও হয়েছিল। তো সেই টিউনটা খুঁজতে যেয়ে না পেয়ে শেষে একটা দারুন অনলাইন ডিকশনারী পেয়ে গেলাম। চ্যাটিংয়ের প্রায় সকল শর্ট-কার্ট শব্দই এখানে পাওয়া যাবে। সার্চও করতে পারবেন।

সাইটটিতে যেতে এখানে ক্লীক করুন

leet শিখতে চান?

শিখতে চাওয়া মানে একেবারে তো আর পুরোপুরি আয়ত্তে আনা না...একটু ভালো ধরনা থাকলেই হল। এই leet ইংরেজি ভাষাই শুধু কিছু কিছু বর্ণের পরিবর্তে ভিন্ন বর্ণ বা সংখ্যা স্থান দখল করেছে। যেমন- s কে লেখা হয় 5, Tএর বদলে 7 ইত্যাদি।  এইরকম ইংলিশ letter এর পরিবর্তে যেইসকল leet বসেছে-
এইগুলো বেশি ব্যবহৃত হয়। তাই এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এইসব মনে  রাখতে
পারলেই leet অনেকাংশে আয়ত্তে আনা যাবে। এছাড়াও leet এর  আরও কিছু সংকেত আছে। complex বাক্য বানালে ঐসব use করা হয়-


কিছু কিছু শব্দও আছে এরকম-
at = @ ck = x0r                                                                                                                     
the = teh you = j00 or u
own = pwn that = dat
look at = peep kill = frag
sleep = reboot greater than = >
newbie = n00b why = y
be = b are = r
and = & dude = d00d
yo = j0 hacker = h4x0r
hello = ping to/two = 2
with = wit friends=n00bz
তবে leet জানার একটা চমৎকার পদ্ধতি ফেসবুক হতে পারে! কারন যত দেখবেন তত বেশি জানবেন। ফেসবুক আপনাকে এই দেখার সুবিধাটি দিবে। শুধু english ভাষার পরিবর্তে leet সিলেক্ট করে দিন। প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। তারপর একেবারে নিচের দিকে যান। ভাষা যেখানে English সিলেক্ট করা আছে, সেখানে ক্লীক করুন-

তারপর আপনাকে বিভিন্ন ভাষার মধ্যে একটি  সিলেক্ট করতে হবে। leet speak -এ ক্লীক করুন-

তারপর দেখুন আপনার অ্যাকাউন্টের ভাষা সব চেঞ্জ হয়ে গিয়েছে। :)

তবে কোনো বাক্য বুঝতে না পারলে এবং চট করে কোনো বাক্যকে leet-এ পরিণত করতে আপনাকে সাহায্য করতে পারে বিভিন্ন অনলাইন leet-english এবং english-leet ট্রান্সলেটর। তেমনি একটি হল এটি। এখান থেকে eng ও leet কনভার্ট করতে পারবেন।

তবে কোনো সাইটে-টাইটে যাওয়ার ঝামেলায় যেতে না চাইলে মাত্র কয়েক কিলোবাইটের এই ট্রান্সলেটরটি ডাউনলোড করতে পারেন। এখান খেকে eng-leet এবং leet-eng কনভার্ট করতে পারবেন।

পোর্টেবল তাই ব্যবহার করাও সোজা। তো, চর্চা করতে থাকুন। আমি আজকের মত এখানেই বিদায় নিই।

Smart Capture সফটওয়্যার দিয়ে যে কোন Image Capture করুন।

SmartCapture নামক একটি Image Capture সফটওয়্যার নিয়ে। এটি দিয়ে আপনি আপনার কম্পিউটারে যে কোন কিছুর ছবি capture করতে পারবেন এখুব সহজে।
.

.

যে window বা image টি capture করবেন সেটি চালু করে SmartCapture টি চালু করুন। অতপর New তে ক্লিক করে আপনার প্রয়োজনীয় image টি capture করুন,তারপর save এ ক্লিক করে image টি save করুন । আমি tuner page এ স্ক্রিন সর্ট দেওয়ার জন্য এটি ব্যাবহার করি চাইলে আপনিও এটি ব্যাবহার করতে পারেন। সাইজ- জিপ সাইজ ৫৫৪ কিলোবাইট মাত্র! ডাউনলোড করার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন।

ভিডিও টিউটোরিয়াল তৈরী করার জন্য সফটওয়্যার নিন।

SnagIt নামক একটি সফটওয়্যার নিয়ে।

এটি দিয়ে আপনি আপনার কম্পিউটারে যে কোন উইন্ডো capture করতে পারবেন এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি দিয়ে আপনি যে কোনো ভিডিও টিউটোরিয়াল বানাতে পারবেন। সাইজ- ১.৫ মেগাবাইট মাত্র! ডাউনলোড করার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন।

অনলাইনে ছবি সম্পাদন করার জনপ্রিয় ওয়েবসাইট (না দেখলে মিস)

এই সাইট গুলো আপনাদের ভাল লেগে থাকে মতব্য করে জানাবেন আমি আর অনেক গুলো লিঙ্ক শেয়ার করবো।

pixlr

Online Photo Editor

Pho.to

Online Photo Editor

Phixr

Online Photo Editor

FotoFlexer

Online Photo Editor

Picnik

Online Photo Editor

piZap

Online Photo Editor

Splashup

Online Photo Editor

FlauntR

Online Photo Editor

LunaPic

Online Photo Editor

Photoshop

Online Photo Editor

Pixer

Online Photo Editor

Aviary

Online Photo Editor

Picture2Life

Online Photo Editor

Pixastic

Online Photo Editor

picjuice

Online Photo Editor

DrPic

Online Photo Editor

BeFunky

Online Photo Editor

Photo505

Online Photo Editor

LoonaPix

Online Photo Editor

Dumpr

Online Photo Editor

WriteOnIt

Online Photo Editor

InStyle

Online Photo Editor

hairmixer

Online Photo Editor

BIG HUGE LABS

Online Photo Editor

Festisite

Online Photo Editor

FotoTrix

Online Photo Editor

photovisi

Online Photo Editor

Pixisnap

Online Photo Editor

PhotoFunia

Online Photo Editor

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R