কীবোর্ড দিয়ে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ওপেন করুন
আমরা যখন কোন সফটওয়্যার ওপেন করতে চাই তখন ডেক্সটপে রাখা সফটওয়্যারটির আইকন এর উপর মাউস দিয়ে ডাবল ক্লিক করে থাকি । কিন্তু যদি কেমন হতো যদি কীবোর্ড এর কোন বাটন এর মাধ্যমে যদি সফটওয়্যারটি ওপেন করতে পারতাম !!!!!!!!আমার tricks টির মূল বিষয় আসা করি আপনারা বুঝতে পেরেছেন চলুন দেখি আসি কিভাবে তা সম্ভব .....................
# প্রথমে ডেক্সটপে রাখা কোন সফটওয়্যারের আইকন (শর্টকাট আইকন) এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ প্রবেস করুন ।
# এবার উপর থেকে Shortcut tab এর উপর ক্লিক করুন ।
# এবার shortcut key box এর ভেতর মাউস ক্লিক এর মাধ্যমে কার্সর প্রবেস করান
# এবার Ctrl বাটন প্রেস করে ধরে রাখলে দেখা যাবে স্বয়ংক্রিয়ভাবে চিত্রের মতন Alt এসে পরবে।
# এখন Ctrl বাটন ধরে রেখে (Alt বাটন প্রেস করতে পারেন কিংবা নাও করতে পারেন)কীবোর্ডের (ESC, ENTER, TAB, SPACEBAR, PRINT SCREEN, SHIFT, BACKSPACE keys এই সকল বাটনগুলো ব্যাতিত )যে কোন বাটনে ক্লিক করুন । ধরি Z কী তে প্রেস করলাম । অতএব আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটির শর্টকাট কী ধারালো Ctrl+Alt+Z । এখন আপনি এই তিনটি কী একসাথে প্রেস করে যখন তখন সফটওয়্যারটি ওপেন করতে পারেন ।
সরাসরি সফটওয়্যার এর উইন্ডোকে পিকচার হিসেবে সেভ করুন (উবুন্টুতেও প্রযোজ্য)
আমাদের অনেক সময় স্ক্রীনের বিভিন্ন অংশ পিকচার হিসাবে সেভ করতে হয় । আবার অনেক সময় কোন সফটওয়্যার বা প্রোগ্রাম স্ক্রীনে চালু থাকা অবস্থায় কেবল সেই অংশটি পিকচার হিসেবে প্রয়োজন হয় । সেক্ষেত্রে আমরা অনেকেই কীবোর্ডের Print Screen দ্বারা পুরো স্ক্রীনটি কপি করে উইন্ডোজে Paint সফটওয়্যারে paste করে থাকি । অতঃপর paint এ ঘষামাজা করে প্রয়োজনীয় অংশটুকু পিকচার হিসেবে সেভ করে থাকি । কিন্তু কেমন হতো যদি আমাদের যে অংশটুকু প্রয়োজন কেবল সেই অংশটুকু Print Screen দ্বারা কপি হবে ।চলুন দেখি আসি কিভাবে তা সম্ভব ...............
ছবিতে আমরা কয়েকটি উইন্ডো ওপেন অবস্থায় দেখতে পারছি । কিন্তু সবগুলো উইন্ডো active অবস্থায় নেই ।এখানে ccleaner এর উইন্ডোটি active অবস্থায় রয়েছে আর বাকি গুলো deactice অবস্থায় রয়েছে । এই active বা deactive অবস্থা উইন্ডোর title bar দেখে আমরা সহজেই বুঝতে পারি । active উইন্ডোর title bar এর রঙ deactive উইন্ডোর title bar এর তুলনায় গাড় হয়ে থাকে ।এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে ছবি তোলার ক্ষেত্রে আবার active বা deactive উইন্ডোর সম্পর্ক কি , সম্পর্ক আছে কারন আপনি যে উইন্ডোকে ছবি হিসেবে সেভ করতে চান সে উইন্ডোটি অবশ্যই active অবস্থায় থাকতে হবে ।
# এখন আমরা যে সফটওয়্যারটির উইন্ডো ছবি হিসেবে সেভ করতে চাই সেই সফটওয়্যারটি ওপেন করি অথবা ডেক্সটপে deactive অবস্থায় থাকলে active করি ।
#চিত্রে আমরা foxit reader ও Notepad এর দুটো উইন্ডো দেখতে পারছি । মনে করি foxit reader এর উইন্ডোটি আমরা ছবি হিসাবে সেভ করতে চাই ।
# এখন কীবোর্ডের Alt বাটন চেপে Print Screen( Alt + Print Screen )কী প্রেস করি ।
# এবার paint ওপেন করে Ctrl+v প্রেস অর্থাৎ Paste করুন এবং দেখুন মজা । আপনার কাঙ্ক্ষিত উইন্ডোর অংশটুকুই কেবল paste হয়েছে ।