প্রথমত, আপনার কম্পিউটারে এডমিনিষ্ট্রেটর হিসেব লগইন করুন।
দ্বিতীয়ত, স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেল ওপেন করুন।
তৃতীয়ত, কন্ট্রোল প্যানেল হতে “Appearance and Themes” এ ক্লিক করুন।
চতুর্থত, নিচে হতে Folder Options এ ক্লিক করুন।
পঞ্চমত, তারপর একটি ছোট ডায়ালগ বক্স আসবে সেখান হতে View tab এ ক্লিক করতে হবে।
ষষ্ঠত, Advanced setting এর নিচে “Restore previous folder windows at logon” এ টিক দিয়ে ওকে করে সেটিংসটি সেভ করে আসুন।
এখন আপনি যতবারই কম্পিউটার রিষ্টার্ট, সাটডাউন অথবা লগঅফ করুন না কেন আপনার কম্পিউটার অটোমেটিক্যালি পূর্বে ওপেনকৃত ফোল্ডার ওপেন করে দিবে।