
আমাদের নানা কাজে একফরমেটের ফাইলকে অন্য ফরমেটে কনভার্ট করার প্রয়োজন হয়। আর ফাইল কনভার্ট করতে দারুন একটি সাইট হলো online-convert.com। এই সাইট দ্বারা Audio Convert, Video Convert, Image Convert, Document Convert, Ebook Convert, Hash Convert দ্রুত ফাইল ফ্রি কনভার্ট করতে পারবেন। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ফাইল আপলোড করে দিন তারপর ড্রপডাউন ম্যানু থেকে পছন্দমত ফরমেট নিবার্চন করে ফাইল কনভার্ট করতে পারবেন। জনপ্রিয় প্রায় সব ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন সাইটি দ্বারা। কোন প্রকার রেজিষ্ট্রেশনের জামেলা নেই। এছাড়া অন্যান্য সাইট থেকে ফাইলের URL দ্বারা আপনার পছন্দমত অডিও ভিডিও ফরমেটে ফাইল কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন। ইউটিউবের ভিডিও’কে অডিও ফাইলে কনভার্ট করতে পারবেন অথবা আপনার পছন্দমত ফরমেটে কনভার্ট করে নিতে পারবেন।
সাইটি’তে প্রবেশ করার লিঙ্ক: www.online-convert.com