Friday, July 22, 2011

একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !

আমার কাছে এমনি একটি ইনস্টলার আছে ।
আর এটি আপনি পাবে সম্পুর্ণ ফ্রিতে, যা লাগবে তা হলো ইন্টারনেট সংযোগ ।
আপনাকে যা করতে হবে তা হলো —
প্রথমে এই সাইটে ঢুকুন । এর পরে এখানকার বড় অ্যাপ্লিকেশনের লিষ্ট থেকে আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করুন ।
all in one installer একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
যখনি আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করে নেবেন সাথে সাথে আপনার স্ক্রিনের ডান পার্শে বা নীচে Get Installer নামে একটি বোতাম আসবে । আপনাকে এইখানে চাপ দিতে হবে ।
get installer একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
এর উপরে চাপ দিলে আপনার স্ক্রিনে একটি ফাইল সেভ করতে বলবে । আপনি সেখানে save file এ ক্লিক করুন ।
save installer একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
এবং এর সাথে সাথেই আপনার কম্পিউটারে ডাউনলোড ফাইলটি লোড হয়ে যাবে ।
download একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
ফাইলটি আপনার ডাউনলোড লোকেশনে উপরের মত দেখাবে । ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে এটি রান করাতে হবে । এটি রান করাতে গেলে আপনার কাছে অনুমতি চায়তে পারে, আপনাকে অবশ্যই run বোতামে ক্লিক করতে হবে ।
run it একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
run বোতামে ক্লিক করার সাথে সাথেই আপনি সেটআপের প্রাথমিক প্রক্রিয়া শুরু হবে ।
setup একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
এবং এর পরেই সয়ংক্রিয় ভাবে  আপনি যে সব অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করেছিলেন সেগুলো  একে একে ডাউন লোড হতে শুরু করবে ।
keeppass একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
যেই মাত্র আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড শেষ হয়ে যাবে ।
finish একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
সাথে সাথে ইন্সটলেসন প্রক্রিয়া শুরু হবে । এবং যখন তা শেষ হবে তখন তা আপনাকে অবহিত করা হবে । এবং আপনার ডাউনলোড কৃত অ্যাপ্লিকেশনটির শর্টকাট আপনার স্ক্রিনের উপরে দেখাবে ।
dextop একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !
এবং এভাবেই আপনার  প্রিয় অ্যাপ্লিকেশন গুলো সহজেই ইন্সটল হয়ে যাবে ।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R