Friday, July 22, 2011

কোন সফটওয়্যার ছাড়াই ব্রাউজ করুন আপনার ওয়েব সার্ভার

আমরা ওয়েব সার্ভার ব্রাউজ করার জন্য সাধারনত FileZilla, FireFTP ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় অনেক কম্পিউটারে সার্ভার ব্রাউজ করার প্রয়োজন পরে যেখানে এ ধরনের সফটওয়্যার ইনস্টল করা থাকে না। এক্ষেত্রে নানা রকম ঝামেলায় পড়তে হয়। আপনি চাইলে উইন্ডোজে বসেই আপনার সার্ভার ব্রাউজ, কপি-পেষ্ট, ডিলিট ইত্যাদি করতে পারেন। এজন্য আপনার My Computer খুলুন এবং নিচের ছবিটার মত Address bar-এ আপনার FTP Server address টাইপ করুন এবং Enter চাপুন।
01 কোন সফটওয়্যার ছাড়াই ব্রাউজ করুন আপনার ওয়েব সার্ভার
এরপর নিচের ছবিটার মত একটা Log on as বক্স আসবে। ওখানে আপনার Username এবং Password লিখুন এবং Ok দিন।
02 কোন সফটওয়্যার ছাড়াই ব্রাউজ করুন আপনার ওয়েব সার্ভার
এরপর উইন্ডোজে যেমন ব্রাউজ করেন, তেমন ব্রাউজ করতে পারবেন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R