
এখান থেকে Setting ক্লিক করুন।
এবার আপনার মনিটর অনুযায়ী Screen Regulation টা ঠিক করে নিন।
যেমন আপনার মনিটর যদি 14 Inch বা Square মনিটর হয় তাহলে আপনি 800 by 600 Pixels সিলেক্ট করুন।
যদি যেকোন Wide মনিটর হয় তাহলে আপনি 1024 by 768 Pixels সিলেক্ট করুন।
এটি ও নির্বর করে আপনার চোখের সহনশীলতার উপর। এর উপর ভিত্তি করে আপনি Screen Regulation টা ঠিক করে নিন।