মনে করুন কিছু ছবি নেটে আপলোড করবেন বা ইমেল এ কাউকে পাঠাবেন । কিন্তু ছবিগুলো ডিজিটাল বা হাই রেজুলেশনের কোন ক্যামেরা দিয়ে তোলা ,যার সাইজ অনেক বড় । এমনতবস্থায় এই ছবিগুলো আপলোড করতে গেলে প্রচুর সময় লেগে যাবে । কিন্তু Easy Image Modifier দিয়ে এই কাজটা দ্রুত ও সহজে করা যায় এবং মজার ব্যাপার হচ্ছে এটি দ্বারা ব্যাচ বা পুরো ফোল্ডার সহ ছবিকে রি সাইজ করা যায় এবং ইমেজের কোয়ালিটি নষ্ট হয় না শুধু আকার ছোট হবে ।
এজন্য যা করতে হবে Settings >resize>Active resizeing(টিক দিন)>Proportional : Keep Aspect ratio তে টিক দিয়ে দিন ।
Size : 212 KB
DOWNLOAD
Click This Link
ছবিকে মনের মত করে সাজানোর একটি Software হচ্ছে Magic Photo Editor । এটি ব্যবহার অত্যান্ত সোজা এবং এটি দিয়ে আপনি ইচ্ছে মত ছবিকে করে তুলতে পারেন আকর্ষনীয় ।
Size : 4 MB
DOWNLOAD
Click This Link
যারা নিজের ছবিতে এনিমেটেড করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ সফটওয়্যার । তাছাড়া এই সফটওয়্যার ব্যবহার করে ছবিতে ওয়াটার রিফ্লেকশন ব্যবহার করে অ্যানিমেটেড ছবি তৈরী করা যায় এবং তা .gif ফরম্যাটে সেভ করে ব্যবহারও করা যায় ।
ব্যবহার :
Software টি Download করে চালু করুন এবং যে কোন একটি ছবি ওপেন করুন ।
Animation tab এ ক্লিক করুন । এবং প্রিভিউ দেখুন । ইচ্ছা করলে রেজুলেশন ইত্যাদি এডিট করতে পারবেন ।
সর্বশেষে Export এ ক্লিক করে ফরম্যাট নির্বাচন করে ছবিটি কম্পিউটারে সেভ করুন ।
DOWNLOAD
http://www.snapfiles.com/get/sqirlzwater.html
এই সফটওয়্যার দ্বারা আপনি ছবিতে নানা রকমের ইফেক্ট দিতে পারবেন যা কল্পনাকেও হার মানায় । এই সফটওয়্যার এ ১২৫ ধরনের ইফেক্ট আছে । তবে আপনি চাইলে এর চেয়ে বেশী ইফেক্ট দিতে পারবেন ।যেমন আপনি একটি ইফেক্ট দিলেন তার উপর আবার একটি ইফেক্ট দিলেন এভাবেই আপনি হাজারের ও বেশী ইফেক্ট দিতে পারবেন ।
যে সমস্ত ইফেক্ট দিতে পারবেন :
*Preset filter (10 effects)
*Pencil drawing filter(10 effects)
*Light Filter(10 effects)
*Amazing Filter(10 effects)
*Dream Filter(10 effects)
*Weather Filter(10 effects)
*Star Filter(10 effects)
*Art Filter(10 effects)
*Gradient Filter(10 effects)
*Color Filter(10 effects)
*Texture Filter(10 effects)
*Edge Filter(10 effects)
DOWNLOAD
Click This Link