Sunday, May 29, 2011

Shift কী এর মাধ্যমে Caps Lock বন্ধ করুন

অনেক সময় ইংরেজিতে টাইপ করার সময় Caps Lock অন করা থাকলে আমরা ভুলবশত পুরা লাইন Uppercase এ লিখে ফেলি। তাই Shift Key যদি Caps Lock অফ করে তাহলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব।
১। প্রথমে Start>Run>regedit টাইপ করে এন্টার চাপুন।
২। HKEY_CURRENT_USER\Keyboard Layout এ ক্লিক করুন।
৩। ডানদিকের প্যান থেকে New>Dword Value সিলেক্ট করে নাম দিন “Attributes”
৪। তারপর এতে ডাবল ক্লিক করে ভ্যালু দিন 00010000 ও অকে করুন ।


এরপর পিসি রিস্টার্ট করলে দেখবেন Shift কি চাপলে Caps Lock অফ হয়ে যাচ্ছে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R