সাধারনত অনেক ব্যবহারকারী তার টাস্কবারের Quick Launch এ Desktop আইকনটি রাখতে পছন্দ করেন। এছাড়া কুইক লঞ্চ এনাবল করার পর, ডেক্সটপ আইকনটি বাই-ডিফল্ট চলে আসে। কিন্তু যদি কুইক লঞ্চ থেকে ভুল বশত: আইকনটি ডিলিট হয়ে যায়। তাহলে চিন্তার কিছু নেই। নিচের কোডগুলো একটা নোটপ্যাড-এ কপি করে, নোটপ্যাডটি যে কোন নাম দিয়ে ডটএসসিএফ(Tanjil.scf) এক্সটেনশন যুক্ত করে পছন্দমত যায়গাতে সেভ করুন। এবার এটিকে ড্র্যাগ করে কুইক লঞ্চ-এ প্লেস করুন। ব্যাস, আপাতত কাজ শেষ।
কোড:
[Shell] Command=2 IconFile=explorer.exe,3 [Taskbar] Command=ToggleDesktop
কোড:
[Shell] Command=2 IconFile=explorer.exe,3 [Taskbar] Command=ToggleDesktop