অনেক সময় আমাদের মনিটর Screen এ যা আছে তার ইমেজ বা ছবির দরকার হয়। তখন আমরা PrtScr(Print Screen) বাটন ব্যবহার করি। যদি আমাদের জানা থাকে PrtScr(Print Screen) বাটন এর কাজ করার নিয়ম, তা হলে কাজ করা অনেক সহজ হবে। সাধারনত যদি কি-বোর্ড থেকে PrtScr(Print Screen) বাটন চাপলে Screen এ যা আছে সম্পূর্ন Screen Copy হবে। কিন্তু যদি Alt + PrtScr(Print Screen) বাটন চাপলে, যে অংশে কার্সর আছে বা যে Window খোলা আছে শুধু তা Copy হবে। এবার Ms Word বা MS Paint চালু করে পেস্ট দিন ছবিটা পেয়ে যাবেন।