Monday, May 23, 2011

স্বয়ংক্রীয়ভাবে মুছুন অপ্রয়োজনীয় Prefetch ফাইল

জমে থাকা Prefetch ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা সাধারনত Start/Run-G গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো ডিলিট করি।কিন্তু আপনি ইচ্ছে করলে এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারেন।এজন্য প্রথমে My computer এ যান,এবার আপনার হার্ড ড্রাইভে যান।এখানে কোন ফাঁকা জায়গায় Right click করে New অপশন থেকে Text document এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন। এবার Double click দিয়ে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন-

del C:\Windows\Prefetch\*.* /Q


এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন Save as type হিসেবে।সবশেষে deleteprefetch.bat নামে এটি সেভ করুন।লক্ষ্য করে দেখুন একটি Batch file তৈরী হয়েছে। এবার থেকে এই Batch file-G Double click দিলেই Prefetch ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...