উইন্ডোজের Page File ভারি হয়ে গেলে কম্পিউটার স্লো হয়ে যায়। আপনি ইচ্ছা করলে প্রত্যেকবার কম্পিউটার শাটডাউনের সময় সয়ংক্রিয়ভাবে Page File পরিস্কার করে ফেলার ব্যবস্থা করতে পারেন। Page File কি যারা জানেন না তাদের জন্য বলছি, এটি ভার্চুয়াল মেমোরী হিসেবে কাজ করে অর্থাৎ আপনার কম্পিউটারের RAM এর সহযোগী হিসেবে থাকে। এটি সাধারনত C: ড্রাইভে থাকে। প্রত্যেকবার কম্পিউটার শাটডাউনের সময় সয়ংক্রিয়ভাবে Page File পরিস্কার করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন:
১. Win key+R চাপুন Run ডায়লগ বক্স আসবে। Control লিখে এন্টার দিন। Control Panel আসবে।
২. Administrative Tools -> Local Security Policy চালু করুন।
৩. Security Settings -> Local Policies -> Security Options এ ক্লিক করুন।
৪. ডানপাশে স্ক্রল করে নিচের দিকে Shutdown: Clear virtual memory page file খুঁজে বের করুন।
৫. এতে ডাবল ক্লিক দিন। Enable -> OK দিন।
ব্যাস, এখন থেকে প্রত্যেকবার কম্পিউটার শাটডাউনের সময় সয়ংক্রিয়ভাবে Page File পরিস্কার হয়ে যাবে।
১. Win key+R চাপুন Run ডায়লগ বক্স আসবে। Control লিখে এন্টার দিন। Control Panel আসবে।
২. Administrative Tools -> Local Security Policy চালু করুন।
৩. Security Settings -> Local Policies -> Security Options এ ক্লিক করুন।
৪. ডানপাশে স্ক্রল করে নিচের দিকে Shutdown: Clear virtual memory page file খুঁজে বের করুন।
৫. এতে ডাবল ক্লিক দিন। Enable -> OK দিন।
ব্যাস, এখন থেকে প্রত্যেকবার কম্পিউটার শাটডাউনের সময় সয়ংক্রিয়ভাবে Page File পরিস্কার হয়ে যাবে।