উইন্ডোজ চালু হবার সময় সয়ংক্রিয়ভাবে Num Lock চালু করতে পারেন রেজিস্টি সম্পাদনা করে বা ভিজুয়্যাল বেসিক স্ক্রিপ্ট ব্যবহার করে। প্রথমে Start Menu -> Run এ ক্লিক করে regedit লিখে Ok করুন। Registry Editor চালু হবে। উইন্ডোজ চালু হবার সময় Num Lock চালু করতে হলে রেজিস্টি এডিটর থেকে HKEY_CURRENT_USER -> Control Panel -> Keyboard এ InitialKeyboardIndicators এ ভ্যালু ২ দিন। অথবা ওয়েলকাম স্ক্রিনের সময় Num Lock চালু করতে হলে HKEY_USERS -> .DEFAULT -> Control Panel -> Keyboard এ InitialKeyboardIndicators এ ভ্যালু ২ দিন। ০ দিলে নামলক বন্ধ অবস্থায় চালু হবে।
এছাড়াও ভিজুয়্যাল বেসিক স্ক্রিপ্ট ব্যবহার করে নামলক চালু করা যায়। এ জন্য নোটপ্যাডে নিচের সংকেত লিখুন
set WshShell = CreateObject(”WScript.Shell”)
WshShell.SendKeys “{NUMLOCK}”
এবং NumLock.vbs নামে সেভ করুন। এবার উক্ত সেভ করা ফাইলটি স্টার্ট মেন্যু এর প্রোগ্রামসে থাকা Startup ফোল্ডরে কপি করে রাখলে উইন্ডোজ চালু হবার সময় উক্ত ফাইল চালু হলে নামলক চালু হবে
এছাড়াও ভিজুয়্যাল বেসিক স্ক্রিপ্ট ব্যবহার করে নামলক চালু করা যায়। এ জন্য নোটপ্যাডে নিচের সংকেত লিখুন
set WshShell = CreateObject(”WScript.Shell”)
WshShell.SendKeys “{NUMLOCK}”
এবং NumLock.vbs নামে সেভ করুন। এবার উক্ত সেভ করা ফাইলটি স্টার্ট মেন্যু এর প্রোগ্রামসে থাকা Startup ফোল্ডরে কপি করে রাখলে উইন্ডোজ চালু হবার সময় উক্ত ফাইল চালু হলে নামলক চালু হবে