Thursday, May 19, 2011

নট রেসপন্ডিং( Not responding ) প্রোগ্রাম এক ক্লিকে কিভাবে বন্ধ করবেন ?

সাধারণত কোন প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে সেই প্রোগ্রাম টির টাইটেল বারে দেখা যায় নট রেসপন্ডিং( Not responding )



অনেক সময় একটা প্রোগ্রামের কারণে ফুল কম্পিউটার হ্যাং হয়ে যায় এই অবস্থায় কম্পিউটার রিস্টার্ট করতে হয় অথবা ctrl+alt+del চেপে বা অন্য কোন ভাবে টাস্ক ম্যানেজার ওপেন করতে হয় তারপর হ্যাং হওয়া প্রোগ্রাম টির প্রসেস বন্ধ করতে হয় ।
তাই এসব ঝামেলা না করে এক ক্লিকে আপনার কম্পিউটার এর not responding প্রোগ্রামগুলো বন্ধ করতে আমাকে ফলো করুন ।
notepad ওপেন করে নিচের কোডগুলি হুবহু টাইপ করুন

taskkill /f /fi "status eq not responding"
@pause
স্পেস দিতে ভুলবেন না
taskkillস্পেস/fস্পেস/fiস্পেস"statusস্পেসeqস্পেসnotস্পেস

এবার ফাইলটি ডেস্কটপে যে কোন নাম দিয়ে সেভ করুন । সেভ করা ফাইলটির এক্সটেনশন চেঞ্জ করুন । ফাইলটির নামের শেষে .txt দেখা যাচ্ছে, তা মুছে .bat লিখুন এন্টার চাপুন । এখন যে কোন প্রোগ্রাম হ্যাং হওয়া মাত্রই ডেক্সটপের batch file টি চালু করুন দেখবেন যে প্রোগ্রাম গুলো হ্যাং হয়ে আছে সবগুলো বন্ধ হয়ে গেছে । ১০০ % গ্যারান্টি সহকারে কাজ করবে ।
যদি কোন প্রোগ্রাম তৎক্ষণাত বন্ধ করতে হয় তারজন্য ও কমান্ড রয়েছে কারো লাগলে বলবেন । এভাবে কমান্ড প্রম্পটের যে কোন কাজ ব্যাচ ফাইল বানিয়ে এক ক্লিকেই করা সম্ভব ।

বিঃদ্রঃ ব্যাচ ফাইল তৈরি না করেও শুধুমাত্র কমান্ড প্রম্পট থেকে কাজটি করা যাবে অথবা run এ গিয়ে শুধুমাত্র taskkill /f /fi "status eq not responding" এই কমান্ডটি লিখলেও একি কাজ করবে ।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...