সম্প্রতি jcview.exe এবং press.exe নামে একটি ভাইরাস ছড়ানো শুরু হয়েছে। নর্টন এ্যন্টিভাইরাস-সহ কোন এ্যন্টিভাইরাসই এই ভাইরাসকে চিহ্নিত করতে পারছে না। তবে ভাইরাসটিকে সরানোর উপায় পাওয়া গেছে। আপনার কম্পিউটার এই ভাইরাসে আক্রান্ত হলে নিচের ধাপগুলো অনুসরন করুন:
- প্রথমেই Start>Run এ গিয়ে regedit টাইপ করে ইন্টার চাপুন
- এবার Ctrl+F চেপে সার্চ বক্সটি অপেন করুন। টাইপ করুন jcview.exe এবং ইন্টার চাপুন।
- jcview.exe নামে যত এন্ট্রি পাবেন সব মুছে ফেলুন।
- একইভাবে সার্চ করুন press.exe এবং সমস্ত রেজিস্ট্রি এন্ট্রি মুছে ফেলুন।
- এবার HijackThis সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে অথবা এখান থেকে।
- এবার সফটওয়্যারটি ইন্সটল করে ফেলুন।
- সফটওয়্যারটি চালু করে Open the Misc Tools section বাটনটিতে ক্লিক করুন।
- Delete a file on reboot... বাটনটিতে ক্লিক করুন।
- ব্রাউজ উইন্ডোতে C:\Windows -এ গিয়ে jcview.exe লিখে ইন্টার দিন এবং NO বাটনে ক্লিক করুন।
- একইভাবে C:\Windows\System এবং C:\Windows\System32 থেকে jcview.exe রিবুটের সময় মুছে ফেলার কমান্ড দিন।
- এবার একই পদ্ধতিতে আপনার প্রতিটি ড্রাইভ থেকে মুছে ফেলতে হবে: d.com, tip.exe এবং juok3st.bat। উদাহরস্বরূপ, Delete a file on reboot... বাটনটিতে ক্লিক করুন এবং C:\ ড্রাইভে গিয়ে d.com লিখে ইন্টার চাপুন।
- সব কাজ শেষে কম্পিউটার রিস্টার্ট দিন।