Friday, May 27, 2011

Jcview.exe, Press.exe ভাইরাস

সম্প্রতি jcview.exe এবং press.exe নামে একটি ভাইরাস ছড়ানো শুরু হয়েছে। নর্টন এ্যন্টিভাইরাস-সহ কোন এ্যন্টিভাইরাসই এই ভাইরাসকে চিহ্নিত করতে পারছে না। তবে ভাইরাসটিকে সরানোর উপায় পাওয়া গেছে। আপনার কম্পিউটার এই ভাইরাসে আক্রান্ত হলে নিচের ধাপগুলো অনুসরন করুন:

  1. প্রথমেই Start>Run এ গিয়ে regedit টাইপ করে ইন্টার চাপুন
  2. এবার Ctrl+F চেপে সার্চ বক্সটি অপেন করুন। টাইপ করুন jcview.exe এবং ইন্টার চাপুন।
  3. jcview.exe নামে যত এন্ট্রি পাবেন সব মুছে ফেলুন।
  4. একইভাবে সার্চ করুন press.exe এবং সমস্ত রেজিস্ট্রি এন্ট্রি মুছে ফেলুন।
  5. এবার HijackThis সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে অথবা এখান থেকে
  6. এবার সফটওয়্যারটি ইন্সটল করে ফেলুন।
  7. সফটওয়্যারটি চালু করে Open the Misc Tools section বাটনটিতে ক্লিক করুন।
  8. Delete a file on reboot... বাটনটিতে ক্লিক করুন।
  9. ব্রাউজ উইন্ডোতে C:\Windows -এ গিয়ে jcview.exe লিখে ইন্টার দিন এবং NO বাটনে ক্লিক করুন।
  10. একইভাবে C:\Windows\System এবং C:\Windows\System32 থেকে jcview.exe রিবুটের সময় মুছে ফেলার কমান্ড দিন।
  11. এবার একই পদ্ধতিতে আপনার প্রতিটি ড্রাইভ থেকে মুছে ফেলতে হবে: d.com, tip.exe এবং juok3st.bat। উদাহরস্বরূপ, Delete a file on reboot... বাটনটিতে ক্লিক করুন এবং C:\ ড্রাইভে গিয়ে d.com লিখে ইন্টার চাপুন।
  12. সব কাজ শেষে কম্পিউটার রিস্টার্ট দিন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R