Start মেনুতে না গিয়ে আপনি চাইলেই Desktop আইকন থেকে আপনার কম্পিউটার Restart করতে পারেন। যা করতে হবে তা হলো, প্রথমে Desktop এ মাউস এর রাইটবাটন ক্লিক করুন, তারপর New তারপর Shortcut Click তারপর Shortcut ডায়ালগ বক্সে লিখুন Shutdown -r -t 00 { এখানে বলে রাখা ভাল আপনি চাইলে ডিলে ও সেট করতে পারেন, মানে কত সেকেন্ড পর আপনার কম্পিউটার Restart হবে। সে জন্য লিখতে হবে (Shutdown -r -t 30) ৩০ মানে আধা মিনিট পর আপনার কম্পিউটার Restart হবে} তারপর Next তারপর Finish ক্লিক। এখন Desktop এ Shutdown আইকনে ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার Restart হবে।