Saturday, May 28, 2011

কীবোর্ডের কয়েকটি কী চেপেই ফেসবুকে আনুন লেন্স ফ্লেয়ার ইফেক্ট

ফেসবুক অন্যান্য সোশাল নেটওরার্কিংসাইটগুলোর মত কাস্টোমাইজেবল না। প্রতিদিন একই প্রোফাইল দেখতে দেখতে একঘেয়ে লাগে। ফেসবুকে বৈচিত্র খুঁজতে গিয়ে মিনিট দশেক গুগলিং করে পেয়ে গেলাম ফেসবুকের ইস্টার এগ কোনামি কোড দিয়ে প্রোফাইলে লেন্সফ্লেয়ার ইফেক্ট আনার মজাদার টিপসটি। ভাবছেন খুব কঠিন কিছু? এক্কেবারে সেজা! ফেসবুক আপনার প্রোফাইলে লগ ইন করুন। তারপর কার্সর কী আর ক্যারেক্টার কীগুলো চাপুন নিচে যেভাবে লেখা আছে হুবহু (কমা ছাড়া)।
UP, Up, Down, Down, Left, Right, Left, Right, B, A,  <Enter>
ব্যাস কাজ শেষ। এইবার মাউস দিয়ে স্ক্রল করুন আর মজা নিন লেন্স ফ্লেয়ার ইফেক্ট এর। স্ক্রল ছাড়া শুধু প্রোফাইলের খালি জায়গায় ক্লীক করলে ও ইফেক্ট পাবেন। নিচে আমার ফেসবুকের স্ক্রীনসট দিলাম-

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R