এই জন্য আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রিতে সামান্য পরিবর্তন করতে হবে। Start Menu -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে। HKEY_CLASSES_ROOT \lnkfile এ যান। এরপর ডানদিকের প্যানেলে IsShortcut স্ট্রিংটি ডিলিট করে দিন। আবার HKEY_CLASSES_ROOT\piffile এ যান। ডানদিকের প্যানেলে IsShortcut স্ট্রিংটি ডিলিট করুন। এবার উইন্ডোজকে রিস্টার্ট করুন।