Monday, May 23, 2011

ভুল নির্দেশ মুছে দিন

অনেক সময় উইন্ডোজের Run কমান্ডে আমরা ভুল নির্দেশ লিখে ফেলি। কিন্তু পরে আর সে ভুল নির্দেশ Run থেকে সরানো যায় না। ইচ্ছে করলে খুব সহজেই Run-এ লেখা যেকোনো কমান্ড মুছতে পারেন। এ জন্য Star\Run-এ গিয়ে Regedit লিখে এন্টার করুন।এখন HKEY_USERS\.Default\ Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\RunMRU
অপশনে যান। দেখুন ডানপাশে রান কমান্ডের একটা তালিকা দেখা যাচ্ছে। এখান থেকে ভুল কমান্ড মুছতে কমান্ডটি নির্বাচন করে মাউসের ডান ক্লিক দিয়ে Delete দিন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...