Sunday, May 29, 2011

শর্টকাট কী দিয়ে সফটওয়্যার চালু করুন

কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার আমরা সাধারণত ডেস্কটপ বা প্রোগ্রাম মেনু থেকে চালু করি। কিন্তু এ কাজটি আপনি কী বোর্ডের শর্টকাট কী দ্বারাও করতে পারেন।। ফলে শর্টকার্ট কমান্ড দেয়ার মাধ্যমে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটি অন হবে।

এজন্য Start মেনু থেকে Programs-এ যান। Programs-এ অনেক ধরনের সফটওয়্যার আছে। এখান থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটি সিলেক্ট করুন। মাউসের রাইট বাটনে ক্লিক করে Properties অন করুন।  Shortcut ট্যাবের Shortcut key-র বক্সে Ctrl+W চাপুন। (আপনার পছন্দের কোনো অক্ষরও নির্বাচন করতে পারেন) এবার Run-এর ড্রপডাউন লিস্ট হতে সফটওয়্যারটি (Minimized, Maximized) কি অবস্থায় ওপেন করতে চান তা সিলেক্ট করতে পারেন। নিচের Change Icon বাটনে ক্লিক করে আপনার পছন্দসই কোনো আইকনও নির্বাচন করতে পারেন।

উল্লেখ্য, Ctrl ও নির্বাচিত অক্ষরের মধ্যে Alt কি-টি অটোমেটিক বসবে। তাই কোনো সফটওয়্যার অন করার জন্য Ctrl+Alt+ পছন্দের কি (অক্ষর) চাপতে হবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R