Sunday, May 29, 2011

পেন ড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ানো রোধ করুন

বর্তমান সময়ে অধিকাংশ কশ্পিউটারে ভাইরাস ছড়ায় Pen Drive বা Memory Card এর মাধ্যমে। ভাইরাস আক্রান্ত পেন ড্রাইভকে ডাবল ক্লিক দিয়ে খুললেই এটা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই Anti virus আপডেটেড না থাকায় এসব ভাইরাস kill করা যায় না এবং ঘটে মারাত্বক বিপত্তি। আমি আজ যে সফটওয়্যারটির কথা বলবো তা হয়তো ইতিমধ্যেই অনেকের কম্পিউটারে আছে। সফটওয়্যারটি হচ্ছে ACDSee। যখনই কোন পেন ড্রাইভ কম্পিউটারে সংযুক্ত করবেন সেটি ডাবল ক্লিক দিয়ে না খুলে প্রথমে ACDSee দিয়ে ওপেন করে *.exe, *.inf(Autorun.inf) সহ আরও কোন অনাকাংখিত সন্দেহজনক ফাইল থাকলে তা delete করে দিন এবং অন্যান্য folder গুলোতেও একই ধরনের ফাইল খুজে delete করুন।


 

সবশেষে পেনড্রাইভটি খুলে আবার লাগান এবং আর একবার চেক করে নিন। দেখবেন সব ভাইরাস রিমুভ হয়ে গেছে । একই পদ্ধতিতে মেমোরী কার্ডের ভাইরাস ও রিমুভ করতে পারেন। আশাকরি এই টিপসটার মাধ্যমে Pen Drive থেকে ভাইরাস ছাড়ানো অনেকাংশে রোধ করতে পারবেন। তবে এই টিপসটা কাজে লাগবে যদি আপনার কম্পিউটার ভাইরাস মুক্ত থাকে। আপনার কম্পিউটার যদি আগে থেকেই ভাইরাস আক্রান্ত হয় তাহলে দেখবেন *.exe, *.inf(Autorun.inf) ফাইলগুলো মুছার কিছুক্ষনের মধ্যে আবার সয়ংক্রিয়ভাবে তৈরী হয়ে গেছে। Nero burning Rom দিয়েও কাজটি করা যায়।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R