Friday, May 27, 2011

কম্পিউটার কতক্ষন ধরে চলছে তার সময় জেনে নিন!!

নিজের কম্পিউটার কতক্ষণ ধরে ব্যবহার করছেন তা খুব সহজেই জানা যায়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন—

১) start > run এ যান।
২) এখানে CMD লিখে এন্টার চাপুন।



৩) এবার আপনার সামনে যে উইন্ডো চালু হবে তাতে systeminfo লিখে এন্টার চাপুন। 



 

২) এবার আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এখানে উল্লেখ থাকবে:
ক) কম্পিউটার কত সময়চলেছে
খ) কোন দেশের তৈরী
গ) স্পিড কত, প্রভৃতি।




বি:দ্র: কম্পিউটারে ব্যবহৃত সময়ের হিসাব একদিন ১৯ ঘন্টা, ২৪ ঘন্টা নয়।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R