Sunday, May 29, 2011

যেভাবে এড/রিমুভ প্রোগ্রাম লিষ্ট থেকে প্রোগ্রামের নাম মুছবেন

বিভিন্ন প্রয়োজনে আমরা কম্পিউটারে অনেক প্রোগ্রাম ইনস্টল করি আবার প্রয়োজন শেষে আনইনস্টল করে ফেলি। নিয়মানুযায়ী আনইনস্টল করলে কোন সমস্যা নেই। সমস্যাটা হয় যখন আমরা আনইনস্টল না করে সরাসরি ফোলডারটা মুছে ফেলি অথবা অনেক সময় দেখা যায় আনইনস্টল প্রক্রিয়া চলার সময় কম্পিউটার হ্যাং হয়ে যায়। যার ফলে যখন আপনি এড-রিমুভ প্রোগ্রাম অপশনে যাবেন দেখবেন সেখানে প্রোগ্রামটার নাম দেখাচ্ছে অথচ প্রোগ্রামটা আপনার কম্পিউটারে নেই।
এক্ষেত্রে আপনি যেভাবে এড-রিমুভ প্রোগ্রাম থেকে ওই প্রোগ্রামটার নাম মুছবেন সেটাই বলছি। স্টার্টরমন্যু থেকে Run এ ক্লিক করুন এবার লিখুন regedit এন্টার দিন। রেজিষ্ট্রি এডিটর রান হবে। HKEY_LOCAL_MACHINE –> Software –> Microsoft –> Windows –> CurrentVersion –> Uninstall এই লোকেশনে যান দেখবেন আপনার কম্পিউটারে ইনস্টল করা প্রোগ্রামের লিস্ট দেখা যাচ্ছে। আপনি যে প্রোগ্রামটা বাদ দিতে চান সেটা মুছে ফেলুন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R