ফোল্ডার ভিউকে আমরা একেক জন একেকভাবে রাখি। কেউ Thumbnils কেউ Title কেউ Icons কেউ List কেউবা Details ভাবে ব্যবহার করি। অনিচ্ছায় মাঝে মধ্যে আমাদের কম্পিউটারের একেক স্থানে একেক ধরনের ফোল্ডার View থাকে। কিন্তু যদি আমি আমার কম্পিউটারের সকল ফোল্ডারকে উপরোক্ত একটি অপশনে রাখতে চাই? ধরি, সব ফোল্ডারগুলোকে Title করে রাখতে চাই।
তাহলে আপনাকে যে কোন একটি ফোল্ডারে গিয়ে আপনার ফোল্ডারের ভিউকে Title ক্লিক করুন। এখন ঠিক এই অবস্থায় ফোল্ডার বন্ধ না করে উক্ত ফোল্ডারের মেনুর ফোল্ডারে অপশনে প্রবেশ করুন। View তে ক্লিক করুন। এখন Apply to all Folders বাটনে ক্লিক করুন এবং আপনাকে একটি ম্যাসেজ দেখাবে এটি পড়ে Yes বাটনে ক্লিক করুন। সবশেষে Apply, OK করে চলে আসুন। লক্ষ্য করুন আপনার কম্পিউটারের সকল ফাইল ফোল্ডারের View, Title হয়ে গেছে।
তাহলে আপনাকে যে কোন একটি ফোল্ডারে গিয়ে আপনার ফোল্ডারের ভিউকে Title ক্লিক করুন। এখন ঠিক এই অবস্থায় ফোল্ডার বন্ধ না করে উক্ত ফোল্ডারের মেনুর ফোল্ডারে অপশনে প্রবেশ করুন। View তে ক্লিক করুন। এখন Apply to all Folders বাটনে ক্লিক করুন এবং আপনাকে একটি ম্যাসেজ দেখাবে এটি পড়ে Yes বাটনে ক্লিক করুন। সবশেষে Apply, OK করে চলে আসুন। লক্ষ্য করুন আপনার কম্পিউটারের সকল ফাইল ফোল্ডারের View, Title হয়ে গেছে।