Wednesday, May 25, 2011

কম্পিউটারই দায়িত্ব নেবে চোখের!

অনেকে দিনের অধিকাংশ সময়ই ব্যয় করেন কম্পিউটারকে নিয়ে। আবার অনেকে কাজ থাকা সত্ত্বেও কম্পিউটারের সামনে বসতে চান না। তার প্রধান কারণ চোখের সমস্যা হওয়ার ভয়ে। চোখের সমস্যার অনেক কারণের মধ্যে অন্যতম হলো কম্পিউটারের মনিটর। তার কারণ হলো মনিটর থেকে ক্ষতিকারক গামা রশ্মি বের হয়। যেটা চোখের জন্য ক্ষতিকর। তাছাড়া মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জ্বল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ওই আলো চোখে লাগে। অনেক রাত জেগে থাকার প্রয়োজন পড়লে মনিটরের আলো চোখে লেগে তারপর চোখব্যথা ও পানি পড়া শুরুু করে। যদি এমন হয় যে আপনার চোখের খেয়াল যদি কম্পিউটার রাখে? তাহলে তো খুবই ভালো আর নিরাপদ হয়। আর এ জন্যই রয়েছে এমন একটি সফটওয়্যার যার নাম হলো F.lux. সফটওয়্যারটির সাইজ ৫৪৬ কিলোবাইট। এই সফটওয়্যারটির সবচেয়ে দৃষ্টিনন্দন বিষয় হলো, এটা দিয়ে মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। আর সেটা ২৪ ঘণ্টা সময় অনুযায়ী পরিবর্তন হবে। দিনের বেলায় কম্পিউটারের স্ক্রিন থাকবে স্বাভাবিক আর রাতের বেলায় মনিটরের আলো থাকবে চোখের জন্য মানানসই। আর এ কাজটা এই সফটওয়্যারটি স্বয়ংক্রীয়ভাবে করে নেবে, আপনাকে কিছুই করতে হবে না। এই সফটওয়্যারটা কম্পিউটারের সময় অনুযায়ী কাজ করবে। তবে ডাউনলোড করার সময় ডাউনলোড বাটনে ক্লিক করার পর ডানদিকের ওপরের কোণায় Skip Ads বাটনে ক্লিক করলে ডাউনলোড পেজে যাবে। সেখানে আবার ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। পরের পেইজে ৬০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। ৬০ সেকেন্ড পর ডাউনলোড শুরু হয়ে যাবে। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করলে খুব সহজেই ডাউনলোড করা যাবে। 
                                            DOENLOAD

                                     http://adf.ly/162145/flux

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R