Saturday, March 19, 2011

নষ্ট হওয়া zip ফাইল’কে সহজেই রিপায়ার করে নিন।

zip ফাইলের সাথে প্রায় সবাই পরিচিত। সাধারনত আমরা নেট থেকে যেসব ফাইল নামাই তার অনেক ফাইল থাকে জিপ ফরমেটে সেটিকে আনজিপ করে তারপর ভেতরের ফাইল’টি ব্যবহূত হয়ে থাকে।
কিন্তু অনেক সময় দেখা যায় আপনি ফাইল ডাউনলোড করলেন কিন্তু তাতে সমস্যা দেখা দিচ্ছে কোন কারনে ফাইল নষ্ট হয়ে গেছে !!!
সমস্যা নেই আপনি খুব সহজেই নষ্ট হওয়া জিপ ফাইল’টিকে ভালো করতে পারবেন সে জন্য নিচের লিঙ্ক থেকে “DiskInternals ZIP Repair” ফ্রি সফটওয়্যার’টি ডাউনলোড করে নিন।
                                                    

Zip Repair

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...