আপনার কম্পিউটারের ডেস্কটপ ওয়ালপেপারে ছোট ছোট পানির ঢেউ আর বৃষ্টির ফোটা দিয়ে ভরে দিতে পারেন Watery Desktop 3D ছোট্ট একটি সফটওয়্যার দ্বারা। সফটওয়্যার’টি ইন্সটল করার পর স্বয়ংক্রীয় ভাবে ডেস্কটপের ওয়াল পেপারে পানির ঢেউ এবং বৃষ্টির ফোটা তৈরী হবে
সেক্ষেত্রে আপনার কম্পিউটারের ওয়াল পেপার পরিবর্তন হবে না। ওয়ালপেপারের উপরের থ্রিডি এফেক্ট তৈরী হবে এবং স্বয়ংক্রীয় ভাবে চলতে থাকবে। চাইলে আপনি ক্রীণসেভারেও সেট করতে পারবেন।
দারুন এই সফটওয়্যার’টির দাম 14.95$ সাইজে মাত্র ১ মেগাবাইট। তবে চিন্তার কিছু নেই আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন সিরিয়াল কী’সহ নিচের ডাউনলোড লিঙ্ক থেকে।