Saturday, March 19, 2011

ব্লগারে খুব সহজে যুক্ত করুন ‘Comment Reply’ বাটন

প্রথমেই ব্লগার আইডিতে লগিন করে Dashboard(ড্যাশবোর্ড) থেকে Design(ডিজাইন) Edit Html(HTML সম্পাদনা) Expand Widget templates (উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন) টিক দিন। তারপর Ctrl+f চাপুন এবং নিচের কোডটি খুঁজুন।
<data:commentPostedByMsg/>
কোডটি পেয়ে গেলে কোডটির নিচে  নিচের কোডটি বসিয়ে দিন
<span><a expr:href=’&quot;https://www.blogger.com/comment.g?blogID=YOUR-BLOG-ID&amp;postID=&quot; + data:post.id + &quot;&amp;isPopup=true&amp;postBody=%40%3C%61%20%68%72%65%66%3D%22%23&quot; + data:comment.anchorName + &quot;%22%3E&quot; + data:comment.author + &quot;%3C%2F%61%3E#form&quot;’ onclick=’javascript:window.open(this.href, &quot;bloggerPopup&quot;,&quot;toolbar=0,location=0,statusbar=1,menubar=0,
scrollbars=yes,width=450,height=450&quot;); return false;’>[প্রতিউত্তর]</a>
</span>
এবার আপনাকে অবশ্যই YOUR-BLOG-ID এর স্থানে আপনার ব্লগের আইডিটি বসিয়ে দিতে হবে। আর আপনার ব্লগের আইডিটি পেতে Dashboard (ড্যাশবোর্ড) থেকে Design (ডিজাইন) Page Elements (পৃষ্ঠা উপাদানগুলি) যান। নিচের চিত্রের দিকে লক্ষ করুন আপনি আপনার কাংখিত ব্লগ আইডিটি পেয়ে যাবেন

pic 2blogID= এর পরে যে নম্বরটি লেখা আছে সেটাই আপনার ব্লগ আইডি।

উপরের কোডটিতে যেখানে [প্রতিউত্তর] লেখা আছে সেখানে নিজের মনমত [প্রতিউত্তর], [Reply] বা অন্য যেকোন শব্দ ব্যবহার করা যাতে পারেন।
Reply Button কাস্টমাইজেশনঃ
অনেকে টেক্সট বাটন ব্যবহার না করে চিত্রভিত্তক বাটন ব্যবহার করতে পছন্দ করে। বাটনটি চিত্রায়িত করতে হলে প্রথমে নিজেই পছন্দমত একটা ছবি এডিট করে নিন।তারপর কোন ফটো হোস্টিং সাইটে আপনার ইমেজটি আপলোড করে ডিরেক্ট লিঙ্কটি নিয়ে নিন এবং নিচের কোডটিতে বসিয়ে দিন। এবার যেখানে [প্রতিউত্তর] লেখা আছে সেখানে নিচের কোডটি বসিয়ে দিন
<img src=”https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-DC1Zt1VTWvIbXPcgTZT2YS8k7a-NiuMNg35REvrSdB4S77uUyHkhoDiJzYRJEFMgp9fLepw1ZEquyuam8d1_GK6OwUdtrarvSWHmoYMZsD4Ucu-SkkN1oNPfrnyyC5j6monwzsYIm9m4/s1600/reply%5B1%5D.gif”/>

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...