বেশ কিছু দিন ধরে ওয়ার্ডপ্রেস টিউটরিয়াল লেখা হয় না। অনেক দিন ধরে টিউটরিয়ালবিডির ডেভলপিং এর কাজও বন্ধ ছিল। অনেকদিন পরে অফিসের সাপ্তাহিক ছুটিতে এসে বসলাম কম্পিউটারের সামনে। এসেই মনে হলো এডমিন প্যানেলটাকে রং করে ফেলি। বাংলাদেশে অনেকগুলো সাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে গড়া আর প্রায় সবগুলোর ফ্রন্ট ডিজাইন ভিন্ন হলেও এডমিন ডিজাইন অভিন্ন। তাই যে কাজটা এতক্ষন করলাম তা প্রকাশ করার জন্য এলাম এখানে। তাহলে শুরু করতে পারেন আপনিও আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এডমিন প্যানেল ডিজাইন পরিবর্তনের কাজ।

প্রথমত: এডমিন প্যানেলের প্রফাইল পাতায় গেলে দেখতে পাবেন দুই ধরেনের রং একটি ক্লাসিক (blue) আরেকটি ফ্রেশ (Gray) আপনি চাইলে এরকম আরো কয়েকটি ডিজাইন করে ফেলতে পারেন।
কিভাবে করবেন?
১. আপনার হোস্টিং সারভারে প্রবেশ করে yourdomain.com/wp-admin/css ফোল্ডারে পাবেন colors-fresh.css ফাইলটি এটির আরেকটি কপি ভিন্ন নামে (মনে করি color-classic.css নাম দিলেন) একই ফোল্ডারে রাখুন।২. এবার yourdomain.com/wp-admin/admin.php তে আসুন। সেখানে নিচের মতো ২ টি লাইন দেখবেন
wp_admin_css_color(’classic’, __(’Blue’), admin_url(”css/colors-classic.css”), array(’#073447′, ‘#21759B’, ‘#EAF3FA’, ‘#BBD8E7′));এখানে আরও একটি লাইন যুক্ত করুন
wp_admin_css_color(’fresh’, __(’Gray’), admin_url(”css/colors-fresh.css”), array(’#464646′, ‘#6D6D6D’, ‘#F1F1F1′, ‘#DFDFDF’));
wp_admin_css_color(’custom’, __(’Custom’), admin_url(”css/colors-custom.css”), array(’#700819′, ‘#FCE8E8′, ‘#FCF6F6′, ‘#FFCCCC’));আপনার কাজের অর্ধেক কাজ শেষ। এবার এখানের রং পরিবর্তন করে আপনার পছন্দের এডমিন প্যানেল বানিয়ে ফেলুন।
প্রফাইল পাতায় গেলে নিচের মতো দেখতে পাবেন:


৩. colors-custom.css ফাইলটি সম্পাদনা করে সুবিধামত রং করে নিন। হয়ে যাবে আপনার মতো এডমিন প্যানেল।