১. লগইন প্যানেলের লোগো পরিবর্তন:
yourdomain.com/wp-admin/images/logo-login.gif এই ছবিটার পরিবর্তে নিজের মতো করে একটি লগইন লোগো বানিয়ে (logo-login.gif নাম দিয়ে) সেটা আপলোড করে দেন আপনার সাইটের সারভারে wp-admin/images ফোল্ডারে। আগের ছবিটা রিপ্লেস হয়ে যাবে। কোন কোড পরিবর্তন না করেই সহজে লগইন লগো পরিবর্তন করতে পারবেন।
(বি: দ্র: ছবিটি অবশ্যই 310px x 70px রাখবেন)
আরও বিস্তারিত জানতে ওয়ার্ডপ্রেসের সাইটে দেখতে পারেন।
yourdomain.com/wp-admin/images/logo-login.gif এই ছবিটার পরিবর্তে নিজের মতো করে একটি লগইন লোগো বানিয়ে (logo-login.gif নাম দিয়ে) সেটা আপলোড করে দেন আপনার সাইটের সারভারে wp-admin/images ফোল্ডারে। আগের ছবিটা রিপ্লেস হয়ে যাবে। কোন কোড পরিবর্তন না করেই সহজে লগইন লগো পরিবর্তন করতে পারবেন।
(বি: দ্র: ছবিটি অবশ্যই 310px x 70px রাখবেন)
আরও বিস্তারিত জানতে ওয়ার্ডপ্রেসের সাইটে দেখতে পারেন।
এভাবেই টিউটরিয়ালবিডির লগইন লগো পরিবর্তন করেছি। ছবিতে দেখুন।
২. এডমিন প্যানেল লোগো পরিবর্তনblank.gif নামের একটি লগো বানিয়ে নিন। এটি আপলোড করুন yourdomain.com/wp-includes/images/ ফোল্ডারে। আপলোডকৃত ছবিটি পূর্বের ছবিটিকে রিপ্লেস করে দেবে। আর হয়ে যাবে কাজ শেষ।