ফেভারিট আইকন বা ফেভিকন হচ্ছে ওয়েবসাইট, শর্টকাট, ইউআরএল বা ফেভারিটের আইকন। যদিও ওয়েব এড্রেসে ব্যবহৃত আইকনকে ফেভিকন হিসাবে চিহ্নিত করা হয়। ব্যাক্তিগত হোস্টিং এর ওয়েবসাইটে সহজেই ফেভিকন যোগ করা গেলেও ফ্রি ব্লগ সাইটে এটা যোগ করার সুবিধা ছিলো না। কিন্তু জনপ্রিয় ব্লগ সাইট ওয়ার্ডপ্রেসে নিজের ছবি সম্বলিত ফেভিকন যোগ করার সুবিধা দিয়েছে। যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা সহজেই নিজের ব্লগটিতে পছন্দের ফেভিকন যোগ করতে পারবেন। এজন্য ওয়ার্ডপ্রেসে লগইন করে General Settings এ যান এবার ডানে Blog Picture এর Browse বাটনে ক্লিক করে jpeg বা png ফরম্যাটের ছবি নির্বাচন করে Upload Image >> বাটনে ক্লিক করুন। এবার ছবিটি আপলোড হবার পরে ছবির যে অংশটুক ফেভিকন হিসাবে রাখতে চান তা নির্বাচন করে Crop Image >> বাটনে ক্লিক করুন। তাহলে ফেভিকন সংযুক্ত হবে এবং কিছুক্ষণ পরে আপনার ব্লগে আপনার ছবির ফেভিকন যুক্ত হবে। জনপ্রিয় এই ব্লগসাইট ওয়ার্ডপ্রেসে ইতিপূর্বে বাংলা ভাষা যুক্ত হয়েছে এবং বর্তমানে খেরপাতাটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
শিখেনিন Windows-7 Setup
আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

-
Add your Photos in My Computer Properties Todo this: 1. Open Notepad. 2. Type the following: [General] Manufacturer="নিজের নাম...
-
ফাইলের সহজ নিরাপত্তা আপনার কম্পিউটারের ফাইলটি আর কেউ খুলতে পারবে না, এমন ব্যবস্থা অনেকেই রাখতে চান। উইন্ডোজের সহজ একটা পদ্ধতি আছ...