Saturday, March 19, 2011

সহজেই গানের প্লেলিস্ট তৈরী করা

পছন্দের গানের প্লেলিস্ট তৈরী করা থাকলে এক ক্লিকেই সেই গানগুলো শোনা যায়। প্রায় সকল মিডিয়া প্লেয়ারেই গানের প্লেলিস্ট তৈরী করার ব্যবস্থা আছে। তবে প্লেলিস্ট ক্রিয়েটর সফটওয়্যার দ্বারা আরো সহজেই করা যাবে। মাত্র ১.৪ মেগাবাইটের ফ্রিওয়্যার সফটওয়্যারটি www.oddgravity.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এই সফটওয়্যারে সকল ফরম্যাটের অডিও গান সহজেই যোগ দেওয়া, বাদ দেওয়া, সাজানো যাবে এবং .pls এবং .m3u ফরম্যাটে সেভ করা যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...