ইয়াহু তাদের মেইল গ্রাহকদের অতিরিক্ত আরেকটি ঠিকানা ব্যবহারের সুযোগ দিচ্ছে। এর ফলে প্রতিটি মেইল ঠিকানার সাথে নতুন আরেকটি মেইল ঠিকানা যুক্ত করা যাবে। পূর্বের এবং নতুন মেইলে আসা সকল মেইল পূর্বের (আসল) মেইলে থাকবে। নতুন ইয়াহু আইডি দ্বারা লগ ইন করলেও পূর্বের মেইল খুলবে। তবে মেইল প্রেরণের সময় কম্পোজারের উপরে From নামে নতুন একটি ড্রপ ডাউন আসবে সেখানে উভয় মেইল ঠিকানা থাকবে। আপনি কোন মেইল থেকে মেইল করতে চান তা সিলেক্ট করলে প্রাপক সেই মেইল ঠিকানা থেকে মেইল পাবে। নতুন মেইল ঠিকানা যুক্ত করতে হলে প্রথমে ইয়াহু মেইল খুলুন এবং উপরে ডান দিকে Options এ যান। Management অংশে Mail Addresses এ ক্লিক করুন। এবার নিচের Extra email address লিংকে কিক করে Create a new Yahoo! Mail address থেকে নতুন আইডি দিন এবং Check Availability বাটনে কিক করুন। আপনার আইডি অন্য কারোর ব্যবহার করা না থাকলে নতুন উইন্ডো আসবে এখানে Choose বাটনে কিক করুন। তাহলে You’re almost done নামে একটি মেসেজ সহ একটি পেইজ আসবে। এখানে টেক্টট বক্সে নিচের কোড লিখে Ok করুন। এরপর আপনাকে নতুন মেসেজ দ্বারা জানানো হবে Your extra email address is ready। এবার Go to Inbox বাটনে ক্লিক করে মেইলে ফিরে যান। এখন মেইলের উপরে ডান দিকের Options এ ক্লিক করে Mail অপশন থেকে General Preference এ যান এবং সেখানে From name এ যদি আপনার নাম দেওয়া থাকে তা মুছে দিন এবং Save বাটনে ক্লিক করে করুন। ইচ্ছা করলে নতুন আইডির জন্য নতুন প্রোফাইল তৈরী করতে পারেন। এবার মেইল কম্পোজ করতে গিয়ে দেখুন From নামে নতুন একটি ড্রপ ডাউন আসছে যা আগে ছিলো না। এখন কাউকে মেইল করুন নতুন ঠিকানা থেকে।
শিখেনিন Windows-7 Setup
আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

-
Add your Photos in My Computer Properties Todo this: 1. Open Notepad. 2. Type the following: [General] Manufacturer="নিজের নাম...
-
ফাইলের সহজ নিরাপত্তা আপনার কম্পিউটারের ফাইলটি আর কেউ খুলতে পারবে না, এমন ব্যবস্থা অনেকেই রাখতে চান। উইন্ডোজের সহজ একটা পদ্ধতি আছ...