Wednesday, March 23, 2011

একাধিক ওয়ার্ড ফাইল একত্রিত করা

একাধিক ওয়ার্ড ফাইল (ডকুমেন্ট) যদি একটি একত্রিত করতে চান অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড ফাইলের তথ্য যদি একটি ফাইলে আনতে চান তাহলে একটি একটি করে খুলে তার তথ্য কপি করে নতুন ডকুমেন্ট আনতে হবে। যা বেশ সময় সাপেক্ষ এবং ঝামেলার ব্যাপার। ফাইলের সংখ্যা যদি একটু বেশী হয় তাহলেতো কথায় নেই। এ সমস্যা থেকে সহজে সমাধানের পথ হচ্ছে নতুন একটি ডকুমেন্ট খুলুন এবং ওয়ার্ডের যে যে ফাইলগুলো একত্রিত করতে চাচ্ছেন সেগুলো কপি করে নতুন ডকুমেন্ট পেষ্ট করুন। তাহলে উক্ত ফাইলগুলো ভিতরের লেখাগুলো নতুন ডকুমেন্টের ভিতরে চলে আসবে। কিন্তু এগুলো স্বাভাবিক টেক্সট হিসাবে আসে না, অনেকটা ইমেজ হিসাবে আসে। তবে টেক্সট সম্পাদনা করতে হলে নির্দিষ্ট ডকুমেন্টের (লেখার) উপরে মাউস দুইবার ক্লিক করলে নতুন ডকুমেন্টে খুলবে যেখান থেকে সম্পাদনা করে সেভ করতে হবে। সেভ করলে তা মূল (একত্রিত করা) ডকুমেন্টে পরিবর্তন হবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R