Saturday, March 19, 2011

ভিডিও শেয়ারিং শুরু করবে ফ্লিকার

ভিডিও শেয়ারিং বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুগলের মালিকানাধীন ইউটিউবকে (১.৭৬ বিলিয়ন ডলারে ২০০৬ সালে কিনে নেয়) চ্যালেঞ্জ করতে ইয়াহু তাদের ফটো শেয়ারিং সাইট ফ্লিকারে (২০০৫ সালে ৩৫ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং ২০০৭ সালে নিজস্ব ফটো সেবা ইয়াহু ফটো বন্ধ করে দেয়) ভিডিও সেবা দেবার ঘোষনা দিলো। ফলে ইয়াহুর গ্রাহকরা ফ্লিকারের মাধ্যমে ভিডিও শেয়ারিং এর সুযোগ পাবে। তবে প্রাথমিক পর্যায়ে এতে ৯০ সেকেন্ড (১৫০ মেগাবাইট) পর্যন্ত ভিডিও রাখা যাবে। এখানে (AVI, WMV, MOV, MPEG 1/2/4, 3gp) ফ্যারমেটের ভিডিও রাখা যাবে। এই ভিডিও সেবা ফ্লিকারের আটটি ভাষাতে চলবে। ইংরেজী ভাষার পাশপাশি অনান্য ভাষাগুলো হলো ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, কোরিয়ান, পোর্তুগিজ, স্পেনিশ এবং সনাতন চীনা। তবে এই মুহুর্তে প্রো ইউজার ছাড়া অনান্য ফ্রি ইউজাররা ভিডিও আপলোড করতে পারবে না কিন্তু সাবই ভিডিও দেখতে বা ডাউনলোড করতে পারবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...