Saturday, March 12, 2011

নতুনদের জন্য ফ্রিল্যান্সিং বিষয়ক কিছু কথা

আমি মুলত odesk.com কে ফলো করেই আপনাদের কিছু বলবো:
  • একদম প্রথমে আপনাকে অবশ্যই একটু ভালো ইংরেজী জানতে হবে।
  • ইন্টারনেট ভালোভাবে চালানো জানতে হবে। যেমন: ওয়েব সার্চিং, বিভিন্ন ফোরামে এ্যাকাউন্ট খুলতে পারা ইত্যাদি।
  • সবচেয়ে ভালো হয় ওয়েব ডেভেলপ নিয়ে কিছু শিখলে্। বাংলায় ওয়েব ডেভেলপিং নিয়ে অনেক সাইট আছে, সেখান থেকে চেষ্টা করতে থাকুন।
  • বিশেষ করে Wordpress এর Thesis Themes এর কাজ শিখলে বেশি ভালো ফল পাওয়া যাবে।
  • নিজেই সখে বিভিন্ন সাইট ডিজাইন করতে খাকুন, বিভিন্ন ফ্রি ডোমেইন নিয়ে। এগুলো আপনার পোর্টফোলিও তে ভালো ফল দেবে।
  • আপনার প্রোফাইলে সঠিক তথ্য দিন ।
  • প্রোফাইলকে শক্তিশালী করুন।
  • odesk.com এ কিছু পরীক্ষা আছে , যে গুলা পারেন সে গুলা দেন।
  • প্রতিদিন অন্তত ২-৪ টা জব এ্যাপ্লাই করুন।
  • কভার লেটার অর্থাৎ দরখাস্ত সব বায়ারের কাছে একই তা কপি পেষ্ট করবেন না।
  • নিয়মিত মেসেজ চেক করুন।
  • কাজ পাওয়ার ক্ষেত্রে সময় নিয়ন্ত্রন টা বেশি জরুরী।
  • জব এ্যাপ্লাই করার পর বায়ারের কাছ থেকে কোন জবাব বা ইন্টারভিউ না পেলে ধৈর্য হারা হবেন না। ধৈর্য এবং সময় নিয়ন্ত্রন ফ্রিল্যান্সিং এর জন্য সবচেযে বেশি জরুরী।
  • odesk.com এ দুই ভাবে কাজ হয়, একটা হলো ফিক্সড অর্থাৎ কাজ শেষে পেমেন্ট। আর আরেকটা আওয়ারলি অর্থাৎ কাজ করতে থাকলে প্রতি ঘন্টায় নির্দিস্ট পরিমান পেমেন্ট হবে, প্রথম দিকে ফিক্সড কাজের বেশী এ্যাপ্লাই করা উচিৎ।
আপনারা চাইলে odesk.com নিয়ে টিউটোরিয়াল লিখতে পারি।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...